Posts

Showing posts from January, 2020

মৃতের রেশন কার্ড জমা দিলে তবেই পাওয়া যাবে মৃত্যু সার্টিফিকেট

Image
মৃতের রেশন কার্ড জমা দিলে তবেই পাওয়া যাবে মৃত্যু সার্টিফিকেট। এমন নিয়ম চালু করার পরিকল্পনা কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করলেন খাদ্য দপ্তর। পূর্ববর্তী সময়ে বহু মানুষের মৃত্যু সার্টিফিকেট থাকলেও তাঁর নামে খাদ্য  বরাদ্দ হয়ে যেত। এর ফলে যে সমস্ত ব্যক্তির মৃত্যু হয়েছেন তাদের খাদ্য খাদ্য দপ্তর সরাবরাহ করে ফেলতেন।  এর কারণ খাদ্য দপ্তরের  রেশন এর মূল তালিকা থেকে এদের নাম বাদ যেত না অনেকের। মৃত্যুর পর রেশন কার্ড কোনরূপ কাজে লাগবে না তবুও বহু মানুষ মৃত্যুর পর রেশন কার্ড জমা দেননি।  বিভিন্ন স্থানে ক্যাম্প করে মৃত ব্যক্তির রেশন কার্ড জমা নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু সার্ভে করে  জানা যাচ্ছে যে এখনও বহু মানুষ রেশন কার্ড জমা দেননি। যার ফলে খাদ্য দপ্তর থেকে তাদের খাদ্য সরবরাহ করতে হচ্ছে। এর ফলে সরকারের খাদ্য দপ্তরে ভর্তুকি স্বরূপ বহু টাকা নষ্ট হচ্ছে। এই অপচয় রোধ করার জন্য সরকার এই ব্যবস্থা গ্রহণ করেছেন যে মৃত ব্যক্তির রেশন কার্ড জমা না দিলে তাকে মৃত্যু সার্টিফিকেট দেওয়া হবে না। এর ফলে মৃত ব্যক্তির প্রতিটি মানুষের কাছ থেকেই রেশন কার্ড ফেরত নেওয়...