Posts

Showing posts from September, 2020

বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা

Image
বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে বিহারের। ২৮শে অক্টোবর থেকে তিন পর্যায়ে রাজ্যে ভোট নেওয়া হবে।  ২৮ তারিখ প্রথম পর্যায়ে একাত্তর’টি সিটে, দ্বিতীয় পর্যায়ে একানব্বই’টি সিটে তেসরা নভেম্বর এবং বাকি আটাত্তর’টি সিটে শেষ দফায় ৭ই নভেম্বর ভোটগ্রহন। গণনা ১০ই নভেম্বর। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা আজ নতুন দিল্লীতে নির্ঘণ্ট প্রকাশ করে জানান, আজ থেকেই রাজ্যে আদর্শ আচরণ বিধি কার্যকর হবে। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ভোট গ্রহণের সময়সীমা এক ঘণ্টা বাড়ানো হয়েছে।  নক্সাল অধ্যুষিত এলাকাগুলি ছাড়া সকাল সাত’টা থেকে সন্ধ্যে ছ’টা পর্যন্ত ভোট নেওয়া হবে। করোনা অতিমারীর আবহে সামাজিক দূরত্ব ও সুরক্ষা বিধির কথা মাথায় রেখে অনেক বেশী ভোট গ্রহণ কেন্দ্র খোলা হবে।  সাত’লক্ষ স্যানিটাইজার পয়েন্ট, ছ’লক্ষ পিপিই ইউনিট, সাত’লক্ষের বেশী ফেস শিল্ড এবং তেইশ’লক্ষ ইউনিট হ্যান্ড গ্লাভসের আয়োজন করা হয়েছে।  প্রচার চলাকালীন যাতে ভিড় না হয় তা লক্ষ্য রাখতে হবে বলে শ্রী অরোরা জানান। তিনি বলেন, কোভিড পজিটিভ ভোটারদের জন্য বিশেষ বন্দোবস্ত করা হবে। নির্বাচনে অশান্তি সৃষ্টি করতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করা...