Posts

Showing posts from December, 2020

কে বা কারা পেতে চলেছেন টিকা

Image
কোভিড নাইন্টিন সংক্রমণ ঠেকাতে গণ টিকাকরণের জন্য কেন্দ্র, নীতি নির্দেশিকা জারি করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক প্রথম দফায় ৩০ কোটির মতো নাগরিককে টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। ফাইজার,সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং ভারত বায়োটেক, কোভিড ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য সরকারের অনুমোদন চেয়েছে। এই ছাড়পত্র পেলেই টিকাকরণের কাজ শুরু হবে। প্রথম যাদের এই ভ্যাকসিন দেওয়া হবে, তাদের মধ্যে থাকছেন, স্বাস্থ্যকর্মী সহ সামনের সারির করোনা যোদ্ধা এবং ৫০ উর্দ্ধ নাগরিকরা। এরপর তা পাবেন ৫০-এর কম বয়সী কিন্তু কো-মর্বিডিটি আছে, এমন মানুষজন। বাদবাকি নাগরিকরা ভ্যাকসিন পাবেন সবার শেষে।  টিকা কাওয়ার সময় ৫০ উর্দ্ধ অগ্রাধিকার প্রাপ্তদের মধ্যে ৬০-এর বেশি বয়সীদের আর একটি ভাগ করা হতে পারে। গোটা প্রক্রিয়া সামলাবে ২০ টি মন্ত্রক। কোভিড ভ্যাকসিনের জন্য যাদের নাম নথিভুক্ত হচ্ছে এবং যারা তা পাচ্ছেন, প্রকৃত সময়ের ভিত্তিতে তাদের হিসাব রাখার জন্য কোভিড ভ্যাকসিন ইনটেলিজেন্স নেটওয়ার্ক নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে।