ঘাটালের টাউনহলে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক রেডক্রস দিবস পালন

আন্তর্জাতিক রেডক্রস দিবস পালন উপলক্ষে আজ ৮ই মে ঘাটালের রেডক্রস সোসাইটি উদ্যোগে ঘাটালে টাউন হলে অনুষ্ঠিত হলো রেডক্রস দিবস পালন। এই রেডক্রস দিবস পালনের উপলক্ষে ঘাটালের টাউনহলে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো, সাথে সাথে প্লাস্টিক বর্জন সচেতনতা এবং একটি স্মরণিকা পত্রিকা প্রকাশ করা হয় ঘাটাল রেডক্রস সোসাইটি পক্ষ থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণ ভাই সহ আরো বিশিষ্ট ব্যক্তিগন। উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস মহাশয়। রক্তদান প্রসঙ্গে বলতে গিয়ে মহকুমাশাসক বলেন মেজর থ্যালাসিমিয়া ক্ষেত্রে ব্যাপক পরিমাণে প্রতিমাসে রক্ত প্রয়োজন হয়। তাই থ্যালাসেমিয়া মেজর আটকাতে হলে বিবাহের পূর্বে রক্ত পরীক্ষা করে নেওয়া আবশ্যক। কেবলমাত্র সচেতনতার মাধ্যমে এই রোগটি এড়িয়ে যাওয়া যায়। প্লাস্টিক বর্জন সচেতনতা সম্পর্কে বলতে গিয়ে শিক্ষক শুভঙ্কর ঘোষ মহাশয় জানান দৈনন্দিন জীবনে আমরা প্লাস্টিক সর্বত্রই ব্যবহার করছি। তবে এমন কিছু প্লাস্টিক আমরা ব্যবহার করছি যেগুলি পরিবেশের দারুণভাবে ক্ষতি করছে বিশেষ করে সামুদ্রিক প্রাণীর ক্ষতি করছে। সামুদ্রিক প্রাণীর পরিবেশ নষ্ট করছে। ২০৫০ সাল নাগাদ সামুদ্রিক যত মাছ রয...