Posts

Showing posts from December, 2017

কুকুর দেখলেই মারা বাজে স্বভাব যাদের তারা অবশ্যই পড়ুন

Image
কুকুর হল এমন একটি প্রাণী হল যে আদিম যুগে যখন বনে থাকত তখন এই প্রাণীটি প্রথম পোষ মানে এবং মানুষের বিশ্বস্ত হয়ে ওঠে । কুকুরকে অবশ্য সেই বিশ্বাস অর্জন করতে হয়েছে । আসলে কুকুরের স্বভাবটাই এমন তাকে প্রভু শত আঘাত করলেও সহ্য করেও প্রভুর বাড়ি পাহারা দেয় । কুকুর পরিবারের উচ্ছিষ্ট খেয়েই জীবন কাটিয়ে দেয় । আবার যে সব পথ কুকুর থাকে তারা পরিবেশের অনেক নোংরা খেয়ে পরিবেশ পরিষ্কার করে দেয়। দেখুন ছবিটা একটা কুকুর কত সুন্দর খেলা দেখাচ্ছে ।   কিন্তু একটা  সমস্যা আছে সেটা হল কুকুরের শরীরের এক প্রকার পরজীবী বাস করলে  সেই পরজীবীটির কারনে কুকুর পাগল হয়ে যায় । আর সেই কুকুর মানুষকে কামড়ে জখম করলে  মানুষের জলাতঙ্ক রোগ হবার সম্ভাবনা থাকে ।   কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয় এই কারনে মানুষ কুকুরকে দেখলেই মারতে যেত । জলাতঙ্ক কী সারা পৃথিবীতে প্রতি বছর প্রায় ৫৫,০০০ মানুষে মারা যান জলাতঙ্ক রোগে। এদের মধ্যে অধিকাংশেরই বয়স ১৫ বছরের নীচে। আমাদের দেশে এই সংখ্যাটা প্রায় ২০,০০০। এর মধ্যে কুকুরের কামড়ে মারা যান ৯৫ শতাংশ। বাকি ৫ শতাংশ মারা যান অন্যান্য পশুর কামড়ে। জ...