ঘাটালের মনসুকা অঞ্চল তৃণমূলের প্রধান কার্যালয়ে ভাঙচুর
শ্যামল রং, "মনসুকা খবর" মনসুকা: ঘাটাল মনসুকা অঞ্চল তৃণমূলের প্রধান কার্যালয়ে ভাঙচুর হয়েছে বলে জানা যাচ্ছে। আজ সকাল ১০ টা নাগাদ এমন ঘটেছে। এই ঘটনার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। তবে যে গঠনা ঘটেছে এটা তৃণমূলের গোষ্ঠীদন্দের ফলে ঘটেছে এর সাথে বিজেপির কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন বিজেপির ঘাটাল নগর মন্ডলের সম্পাদক অরিজিৎ হড় ।