সকাল থেকেই বুথে বুথে ভোট দেওয়ার লম্বা লাইন দেখা যাচ্ছে কিশোরচক, মনসুকা এল এন, খড়কপুর নানান বুথে মানুষের ঢল নেমেছে। এবার কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট গ্রহণ পর্ব চলার জন্য মানুষ নিরাপদে এবং স্বস্তিতে ভোট দিচ্ছেন বলে জানা যাচ্ছে। তবে সাধারণ মানুষ সকাল সকাল ভোট দিয়ে বাড়ির বিভিন্ন যাবতীয় কাজকর্ম করার জন্য ভোট দিচ্ছেন বলেও জানা যাচ্ছে। আবার অনেকে ভোটের বিভিন্ন রকম সমস্যা থেকে নিজেকে দূরে রাখার জন্য সকাল সকাল ভোট দিচ্ছেন। মনসুকা এবং পার্শ্ববর্তী এলাকায় সকালেই ভোটের বেশ প্রভাব পড়েছে। মানুষজন ভোট দেওয়ার কাজটি সকালে সেরে ফেলতে চাওয়ার কারণে রাস্তাঘাট বাজার হাট বিভিন্ন স্থানে মানুষের উপস্থিতি সংখ্যাটা অনেক কম।
Tags
Political