ঘাটালের মনসুকায় সকালেই ভোটের লম্বা লাইন

সকাল থেকেই বুথে বুথে ভোট দেওয়ার লম্বা লাইন দেখা যাচ্ছে কিশোরচক, মনসুকা এল এন, খড়কপুর নানান বুথে মানুষের ঢল নেমেছে।  এবার কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট গ্রহণ পর্ব চলার জন্য মানুষ নিরাপদে এবং স্বস্তিতে ভোট দিচ্ছেন বলে জানা যাচ্ছে। তবে সাধারণ মানুষ সকাল সকাল ভোট দিয়ে বাড়ির বিভিন্ন যাবতীয় কাজকর্ম করার জন্য  ভোট দিচ্ছেন বলেও জানা যাচ্ছে।  আবার অনেকে ভোটের বিভিন্ন রকম সমস্যা থেকে নিজেকে দূরে রাখার জন্য সকাল সকাল ভোট দিচ্ছেন।  মনসুকা এবং পার্শ্ববর্তী  এলাকায় সকালেই ভোটের বেশ প্রভাব পড়েছে।  মানুষজন ভোট দেওয়ার কাজটি সকালে সেরে ফেলতে চাওয়ার কারণে রাস্তাঘাট বাজার হাট বিভিন্ন স্থানে মানুষের উপস্থিতি সংখ্যাটা অনেক কম।

Comments

Popular posts from this blog

ঘাটালের বন্যা: প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক ঘূর্ণাবর্ত এবং একটি অসমাপ্ত মহাপরিকল্পনার বিশদ বিশ্লেষণ

মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ফুটবল প্রতিযোগিতা: আগামীকাল ফাইনাল ও পুরস্কার বিতরণ

জেনে নিন কবে খুলবে স্কুল!