সুবর্ণ জয়ন্তী স্মরণিকা থেকে নেওয়া দুটি কবিতা

মনসুকা লক্ষ্মীনারায়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপিত হতে চলেছে তার ওই প্রাক্কালে সুবর্ণ জয়ন্তী স্মরণিকা থেকে নেওয়া দুটি কবিতা যা পাঠকদের কে উদ্বেলিত করবে সাথে সাথে শ্রদ্ধা এবং ভক্তির প্রাণ সিঞ্চন করবে আশা রাখি। প্রথম কবিতা ॥ সুবর্ণ জয়ন্তী ৷৷ ...... শ্রী জয়কৃষ্ণ কুণ্ডু ( ঘাটাল মহকুমার বিশিষ্ট কবি ) মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চবিদ্যালয়ের , মহােল্লাসে , মহােৎসবে , অনুষ্ঠিত আজ সুবর্ণ জয়ন্তী ...