সুবর্ণ জয়ন্তী স্মরণিকা থেকে নেওয়া দুটি কবিতা
মনসুকা লক্ষ্মীনারায়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপিত হতে চলেছে তার ওই প্রাক্কালে সুবর্ণ জয়ন্তী স্মরণিকা থেকে নেওয়া দুটি কবিতা যা পাঠকদের কে উদ্বেলিত করবে সাথে সাথে শ্রদ্ধা এবং ভক্তির প্রাণ সিঞ্চন করবে আশা রাখি।
প্রথম কবিতা
॥ সুবর্ণ জয়ন্তী ৷৷
...... শ্রী জয়কৃষ্ণ কুণ্ডু
( ঘাটাল মহকুমার বিশিষ্ট কবি )
...... শ্রী জয়কৃষ্ণ কুণ্ডু
( ঘাটাল মহকুমার বিশিষ্ট কবি )
মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চবিদ্যালয়ের ,
মহােল্লাসে , মহােৎসবে , অনুষ্ঠিত আজ
সুবর্ণ জয়ন্তী
অলৌকিক অভিব্যক্তি ।
মহামান্য শিক্ষক মহাশয়গণ আর
মহামান্যা শিক্ষিকা মহাশয়া মণ্ডলী ,
অমৃত তাণ্ডব ভরা মহলক্ষ্যে ধ্রুবতারা
প্রিয় দেশবাসী ,
অমৃত সিঞ্চনে বিদ্যালয় প্রাঙ্গণে
সবে পাশাপাশি ।
ছন্দময় জীবন ছন্দিত কারণে সদা
গঠিত , সৃজিত , সত্য - সনাতন প্রতীক
ছাত্র - ছাত্রীগণ ,
সত্য চিরন্তন ।
মানব দরবারে উন্নতশির চিরকাল
বিজয়ী নির্ভীক বীর , সরাতে ভয়াল
সমাজের ঘরে ,
পথে আভিযান্ সদা মহৎ , বৃহতে যুক্ত
ত্রাহি জয় করে ।
পবিত্র পরিচয় সমাজের সখা , বন্ধু ,
চিরদিন রাজে
গম্ভীর সাজে ,
পৃথিবীর লােকরাজ্যে নিত্য অহঃরহঃ
আছে দীপ্যমান্
সত্য অভিযান ।
ধন্য ধন্য মনসুকা লক্ষ্মীনারায়ণ
উচ্চ বিদ্যালয় ,
অলৌকিক পরিচয় ।
ধন্য ধন্য গুরুরূপী হে ভগবান
ধন্যা গুরুরূপীনি মা ’ র অমৃত প্রদান
সন্তানদের পরে ,
সৃষ্টির লহরে ।
ধন্য - ধন্যা ছাত্র - ছাত্রী ধন্য সাথী , সজ্জন
ধন্য দেশান্তর ,
চারিদিকই ধন্য ধন্য , ধন্য গ্রাম শহর ,
পুলকে পুলকিত আহা !
সকল অন্তর ,
সুবর্ণ জয়ন্তী জয়ধ্বনি
মধুরে মুখর ।
মহােল্লাসে , মহােৎসবে , অনুষ্ঠিত আজ
সুবর্ণ জয়ন্তী
অলৌকিক অভিব্যক্তি ।
মহামান্য শিক্ষক মহাশয়গণ আর
মহামান্যা শিক্ষিকা মহাশয়া মণ্ডলী ,
অমৃত তাণ্ডব ভরা মহলক্ষ্যে ধ্রুবতারা
প্রিয় দেশবাসী ,
অমৃত সিঞ্চনে বিদ্যালয় প্রাঙ্গণে
সবে পাশাপাশি ।
ছন্দময় জীবন ছন্দিত কারণে সদা
গঠিত , সৃজিত , সত্য - সনাতন প্রতীক
ছাত্র - ছাত্রীগণ ,
সত্য চিরন্তন ।
মানব দরবারে উন্নতশির চিরকাল
বিজয়ী নির্ভীক বীর , সরাতে ভয়াল
সমাজের ঘরে ,
পথে আভিযান্ সদা মহৎ , বৃহতে যুক্ত
ত্রাহি জয় করে ।
পবিত্র পরিচয় সমাজের সখা , বন্ধু ,
চিরদিন রাজে
গম্ভীর সাজে ,
পৃথিবীর লােকরাজ্যে নিত্য অহঃরহঃ
আছে দীপ্যমান্
সত্য অভিযান ।
ধন্য ধন্য মনসুকা লক্ষ্মীনারায়ণ
উচ্চ বিদ্যালয় ,
অলৌকিক পরিচয় ।
ধন্য ধন্য গুরুরূপী হে ভগবান
ধন্যা গুরুরূপীনি মা ’ র অমৃত প্রদান
সন্তানদের পরে ,
সৃষ্টির লহরে ।
ধন্য - ধন্যা ছাত্র - ছাত্রী ধন্য সাথী , সজ্জন
ধন্য দেশান্তর ,
চারিদিকই ধন্য ধন্য , ধন্য গ্রাম শহর ,
পুলকে পুলকিত আহা !
সকল অন্তর ,
সুবর্ণ জয়ন্তী জয়ধ্বনি
মধুরে মুখর ।
দ্বিতীয় কবিতা
।।স্মরিনু তােমায় ।।
........কার্তিক শাসমল
প্রাক্তন ছাত্র
প্রাক্তন ছাত্র
নাইকো আমি কবি ওগাে
না আছে মাের ভাষা ,
শ্রদ্ধার সাথে স্মরিগো তােমায়
জানাই ভালবাসা ।
তোমায় নিয়ে কিছু কথা
লিখতে আমি চাই ,
চলার পথে চিরদিনই
যেন তােমার আশিস্ পাই ।
পঞ্চাশটি বছর তুমি
পেরিয়ে এলে আজ ,
তােমারে ঘিরিয়া চারিদিকে
তাই উৎসবের সাজ ।
বর্ষে বর্ষে দলে দলে কত শত ছাত্রের
জনম দিলে তুমি ,
তােমার আলােয় ধন্য আজি
এই মনসুকা ভূমি ।
লক্ষ্মীনারায়ণ নামে , মনসুকা গ্রামে
তুমি যে আদর্শ বিদ্যালয় ,
পূজারী শিক্ষক সনে ভক্ত ছাত্রের
অন্তরে , তুমি দেবালয় ।
না আছে মাের ভাষা ,
শ্রদ্ধার সাথে স্মরিগো তােমায়
জানাই ভালবাসা ।
তোমায় নিয়ে কিছু কথা
লিখতে আমি চাই ,
চলার পথে চিরদিনই
যেন তােমার আশিস্ পাই ।
পঞ্চাশটি বছর তুমি
পেরিয়ে এলে আজ ,
তােমারে ঘিরিয়া চারিদিকে
তাই উৎসবের সাজ ।
বর্ষে বর্ষে দলে দলে কত শত ছাত্রের
জনম দিলে তুমি ,
তােমার আলােয় ধন্য আজি
এই মনসুকা ভূমি ।
লক্ষ্মীনারায়ণ নামে , মনসুকা গ্রামে
তুমি যে আদর্শ বিদ্যালয় ,
পূজারী শিক্ষক সনে ভক্ত ছাত্রের
অন্তরে , তুমি দেবালয় ।


Comments
Post a Comment