মনসুকা লক্ষ্মীনারায়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপিত হতে চলেছে তার ওই প্রাক্কালে সুবর্ণ জয়ন্তী (১৯৯৫) স্মরণিকা থেকে নেওয়া দুটি কবিতা যা পাঠকদের কে উদ্বেলিত করবে সাথে সাথে শ্রদ্ধা এবং ভক্তির প্রাণ সিঞ্চন করবে আশা রাখি।
প্রথম কবিতা
“ ফিরে পেতে চাই ”
শান্তিনাথ সাতিক
প্রাক্তন ছাত্র
শান্তিনাথ সাতিক
প্রাক্তন ছাত্র
— ফিরে পেতে চাই
আমার সেই পুরানাে সত্তাকে
কুয়াশার যবনিকা ঠেলে ,
অনেক দিন , মাস , বছর পরে
দুটি চক্ষু মেলে ।
ফিরে পেতে চাই আর একবার
সেই সত্তাকে আমার বিশ্বাসে
আত্মপ্রতিষ্ঠা আর প্রত্যয়ে ,
বলিষ্ঠ শক্ত আগারে
সুন্দর আলয়ে ।
ফিরে পেতে চাই —
সেই নির্ভীক কলমকে আমার
যা আমাকে দিতে পারে জীবনের নিশান ,
সমৃদ্ধ হয়েছে সমাজ দেশ
পেয়েছে সম্মান ।
৫০ বর্ষ পূর্তি উৎসবের আহ্বান
সারা শরীর জুড়ে আনে জাগরণ
ভেঙে যায় ঘুম ।
ফিরে পেতে চাই তাই—
ফুটন্ত সকাল
শুকনাে ঝরা পাতা হয়ে একমনে ,
শরিকী লড়ায়ের অধিকারে
এই সন্ধিক্ষণে ।
ফিরে পেতে চাই তােমাকে বার বার
তুমি দিয়েছে অনেক আলাে ।
জীবন যুদ্ধের বহু ক্ষেত্রে যুগে যুগে ,
বিভিন্ন ধারায় উপধারায়
শিরায় শিরায় ।
ফিরে পেতে চাই
সেই পুরানাে মিলন ক্ষেত্রকে
মুক্ত বাতাস , আর উদাস আকাশেরে ,
তুমি নিয়ে চলেছো একসাথে বয়ে
সমুদ্রে সাগরে ।
আমার সেই পুরানাে সত্তাকে
কুয়াশার যবনিকা ঠেলে ,
অনেক দিন , মাস , বছর পরে
দুটি চক্ষু মেলে ।
ফিরে পেতে চাই আর একবার
সেই সত্তাকে আমার বিশ্বাসে
আত্মপ্রতিষ্ঠা আর প্রত্যয়ে ,
বলিষ্ঠ শক্ত আগারে
সুন্দর আলয়ে ।
ফিরে পেতে চাই —
সেই নির্ভীক কলমকে আমার
যা আমাকে দিতে পারে জীবনের নিশান ,
সমৃদ্ধ হয়েছে সমাজ দেশ
পেয়েছে সম্মান ।
৫০ বর্ষ পূর্তি উৎসবের আহ্বান
সারা শরীর জুড়ে আনে জাগরণ
ভেঙে যায় ঘুম ।
ফিরে পেতে চাই তাই—
ফুটন্ত সকাল
শুকনাে ঝরা পাতা হয়ে একমনে ,
শরিকী লড়ায়ের অধিকারে
এই সন্ধিক্ষণে ।
ফিরে পেতে চাই তােমাকে বার বার
তুমি দিয়েছে অনেক আলাে ।
জীবন যুদ্ধের বহু ক্ষেত্রে যুগে যুগে ,
বিভিন্ন ধারায় উপধারায়
শিরায় শিরায় ।
ফিরে পেতে চাই
সেই পুরানাে মিলন ক্ষেত্রকে
মুক্ত বাতাস , আর উদাস আকাশেরে ,
তুমি নিয়ে চলেছো একসাথে বয়ে
সমুদ্রে সাগরে ।
দ্বিতীয় কবিতা
।। পুনর্মিলন ।।
শান্তিনাথ গোস্বামী
প্রাক্তন ছাত্র
প্রাক্তন ছাত্র
সকাল বেলার সেই , আলোর রেখা
শুরু হল সেখানে , জীবনের দেখা ।
মা বলে ডাকের সে , বর্ণ , হল পরিচয় ,
কত উঠা , কত পড়া , শুধু চলতে শেখায় ।
আদর সােহাগ কত , কত হাসি গান ,
মায়ের বুকে মুখটি রেখে , নিশ্চিন্ত বিশ্রাম।
শুরু হল সেখানে , জীবনের দেখা ।
মা বলে ডাকের সে , বর্ণ , হল পরিচয় ,
কত উঠা , কত পড়া , শুধু চলতে শেখায় ।
আদর সােহাগ কত , কত হাসি গান ,
মায়ের বুকে মুখটি রেখে , নিশ্চিন্ত বিশ্রাম।
মায়ের কোলেতে চেপে কবিতা শেখা ,
বাঁশ বাগানের মাথার উপর ঐ , চাদটি দেখা ।
কতনা ছন্দের ভাঙ্গাগড়া , কত খেলাঘর ,
মাটির মাঝে লেখা হত কত , অজানা আঁচড় ।
তারপর শুরু হল লেখা পড়া শেখা ,
শিক্ষার আলােকে জীবনকে দেখা ।
মায়া মমতায় ভরা কত , শাসনের প্রীতি ,
স্বপ্নভরা স্বপ্ন দিয়ে , চলে জীবনের গতি ।
কেউ বা পৌছায় স্বপ্নের , সেই লক্ষ পথে ,
কেউ বা হারিয়ে যায় রুজির খাতে ।
দিনগুলো হারালেও মনে স্মৃতি রয় ,
ফনদীর মত গােপনে সে বয় ।
স্মৃতি শুধু স্মৃতি নয় , নয় বেদনার ।
প্রীতি দিয়ে ভরে বুক , দেখা হলে আবার ।
অতীতের দিনগুলো মনেতে রেখে ,
জীবনের স্রোত বহে , আঁকা , বাঁকা যে পথে ।
বাঁশ বাগানের মাথার উপর ঐ , চাদটি দেখা ।
কতনা ছন্দের ভাঙ্গাগড়া , কত খেলাঘর ,
মাটির মাঝে লেখা হত কত , অজানা আঁচড় ।
তারপর শুরু হল লেখা পড়া শেখা ,
শিক্ষার আলােকে জীবনকে দেখা ।
মায়া মমতায় ভরা কত , শাসনের প্রীতি ,
স্বপ্নভরা স্বপ্ন দিয়ে , চলে জীবনের গতি ।
কেউ বা পৌছায় স্বপ্নের , সেই লক্ষ পথে ,
কেউ বা হারিয়ে যায় রুজির খাতে ।
দিনগুলো হারালেও মনে স্মৃতি রয় ,
ফনদীর মত গােপনে সে বয় ।
স্মৃতি শুধু স্মৃতি নয় , নয় বেদনার ।
প্রীতি দিয়ে ভরে বুক , দেখা হলে আবার ।
অতীতের দিনগুলো মনেতে রেখে ,
জীবনের স্রোত বহে , আঁকা , বাঁকা যে পথে ।
Tags
Literature