শিক্ষক শম্ভুনাথ চক্রবর্তী মহাশয় এর লেখা কবিতা সুবর্ণজয়ন্তী উচ্চ বিদ্যালয় (1995)


কবিতা- "সুবর্ণ জয়ন্তীতে মনসুকা উচ্চ বিদ্যালয়"
------শম্ভুনাথ চক্রবর্তী
( শিক্ষক )



ছায়া সুনিবিড় শস্যশ্যামলা
বাংলার গ্রাম মনসুকা ।
সেথায় সামন্তকুলের ‘ ঈশ্বর ’
রােপন করেন এক বীজ ।
কি করে কি জানি , গ্রামবাসী ও
আগ্রহী কিছু মানুষের শ্রমবারি সিঞ্চনে , যত্ন পরিচর্যায়
জন্ম নেয় , বেড়ে উঠে তিলে তিলে
প্রাত্যহিক জীবনে প্রাণ ধারনের সঙ্গে সঙ্গে
অপিন গৌরবে মাথা তুলে হয়ে
উঠে মহিমাময় —
সে “ মনসুকা লক্ষীনারায়ণ উচ্চ বিদ্যালয়  ”
সে দিনের সেই ঈশ্বর রােপিত
“ লক্ষ্মী নারায়ণ ” নামাঙ্কিত চারাটি
আজ মহীরুহ ! বৃক্ষের রূপকে সে কিন্তু এক মন্দির ।
না — রাজার তৈরী দম্ভে পূর্ণ এ মন্দির নয় ।
শ্রদ্ধা ভক্তিতে পূর্ণ , আন্তরিকতায় ঘেরা ।
বাদেবীর মন্দির এ ----
এখানে পুরােহিত শিক্ষক , ভক্ত ছাত্রছাত্রী ,
আর সেবাইত এলাকার
আন্তরিক সৌহার্দে ধনী জনগণ ।
আর তাই সেই সেদিন থেকে এ মন্দিরের
পাদপীঠ তলে শিক্ষা লাভে ব্রতী হয়েছে
অগণিত জ্ঞান পিপাসু ছাত্র - ছাত্রীবৃন্দ ।
ঝুমিতীরের এই বিদ্যামন্দির
সব দিক দিয়েই সমৃদ্ধ , বিস্তৃত ,
তাই সেই হেতু নিত্য নতুন সমস্যা ।
কিন্তু মহিমা গুণে মহান হৃদয় ।
শ্ৰেষ্ঠী ভ্রমরলাল ভুতােড়িয়াও
বাড়িয়েছেন সাহায্যের হাত
“ ভুতোড়িয়া ভবন ” তারই অবদান ।
ফলে বিদ্যালয়ের হয়েছে বিস্তৃতি
সুগম হয়েছে শিক্ষাদানের পথ ,
তাই বহুগুণবতী আজ এই প্রতিষ্ঠান ।
এ মন্দিরের প্রসাদে আজ বহু ব্যক্তি
সুপ্রতিষ্ঠিত , কৃতী , গুণী , মানী , বিত্তবান ।
পায়ে পায়ে হেঁটে পঞ্চাশ বছর হয়েছে গত বয়সে ,
মহিমায় , উৎকর্ষতায় আজ সে পেয়েছে
সুবর্ণের সম্মান , হয়েছে সুবর্ণ সমাজ
সে জন্যেই পরিচালকমণ্ডলী  ছাত্রছাত্রীদের সাথে করতে চলেছেন তার
সুবর্ণ জয়ন্তী পালন
১৪০২ সনের ১লা ও ২রা অঘ্রাণ ।
এ   হ’ল নতুন করে উদ্বোধন , অঙ্গ মার্জনা ,
এতে হবে অতীতের সাথে বর্তমানের সেতু রচনা ।
তাই আহ্বান সবার কাছে এসাে প্রাক্তন , এসাে বর্তমান ,
এসাে অনুরাগী , এসাে আগ্রহী উৎসাহী প্রাণ ।
বিগত দিনের স্মৃতিচারণে ,
অতীতের মহান আদর্শ দেখিয়ে বর্তমানে ,
ভেদাভেদ ভুলে , এক সাথে , এক প্রাণে
সুসংস্কৃতির পথ ধরে
করি সেই মন্দিরের জয়গান ॥

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar