Mansuka khabar

পশ্চিম মেদিনীপুরে আজও ডাইনি অপবাদ

শ্যামল রং, "মনসুকা খবর", ঘাটাল: আজ পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার লোয়াদা গ্রাম পঞ্চায়েতের ভুঁইয়াবসান গ্রামে ডাইনি সন্দেহে আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ালো মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।

সনাতন মুর্মু নামে এক ব্যক্তি কে গত শনিবার ডাইনি বলে আখ্যায়িত করা হয়। তিনি থানায় অভিযোগ করেন গ্রামের মানুষের বিরুদ্ধে। এরপর স্থানীয় উপপ্রধান নিকুঞ্জ মণ্ডলের উদ্যোগে দুইপক্ষকে নিয়ে এদিন সিদ্ধান্ত নেওয়া হয় আগামী শুক্রবার সকালে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

উপস্থিত থাকবেন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরাও। এদিন উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষে ভাস্করব্রত পতি, আলোক মাইতি, বিশিষ্ট নাট্যকার তাপস তরোয়াল প্রমুখ। এদিন গ্রামের আদিবাসী পরিবারের লোকজনের সঙ্গে এই বিষয়ে কথা বলা হয়। ডাইনি প্রথা বলে কিছুই হয়না -- বোঝানো হয়।



Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar