Posts

Showing posts from July, 2019

জল ও জল সংরক্ষণ নিয়ে লেখলেন---- লেখক রাজীব রং

Image
জলের আর এক নাম জীবন , এই কথাটি বাল্যকাল থেকেই মুখস্ত । তবে প্রাথমিক শিক্ষায় জলের অপর নাম যে জীবন তা খুব বেশি বুঝতে না পারলেও পরবর্তী কালে শিক্ষার বিস্তারের সাথে সাথে তা বেশ ভালই বুঝতে পেরেছি ।         একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যেখানে বিজ্ঞান এত বেশি উন্নত , বিজ্ঞানের সীমানার মধ্যে অধরা আর কোন কিছু নেই বললেই চলে অথচ এই বিশ্বব্রহ্মাণ্ডের অগণিত গ্রহ- উপগ্রহের মধ্যে পৃথিবী ছাড়া জলের অস্তিত্ব আর অন্য কোন স্থানে অনুসন্ধান করা যাচ্ছে না । আমাদের এই স্বপ্নের  পৃথিবী তিন ভাগ জল এক ভাগ স্থল নিয়ে গঠিত। এই তিন ভাগ জলকে একত্রে বলা হয় বারিমন্ডল বা হাইড্রোস্ফিয়ার , এর প্রধান উপাদান হল দুটি হাইড্রোজেন অণু ও একটি অক্সিজেন অণুর রাসায়নিক যৌগ । এই তিন ভাগ জল বা সমগ্র বারিমন্ডলকে  যদি আমরা ১০০% জল ধরি তাহলে দেখবো ।    ক ।   সমুদ্রে লবনাক্ত অবস্থায় -- ৯৬ . ৫ %     খ ।   তুষারে কঠিন অবস্থায় --- ১. ৭ %     গ ।   ভূগর্ভে ভৌম অবস্থায় --- ১.৭ %     ঘ ।  পুকুর ডোবায় --     ...