Posts

Showing posts from September, 2019

ঘাটালের ঝুমি নদীতে বিষ প্রয়োগ করে মাছ মারছে

Image
গতকাল ঝুমি  নদীর বুকে কীটনাশক প্রয়োগ করেছেন কিছু অসাধু ব্যক্তি। এর ফলে বহু মাছ মারা গেছে ঝুমি  নদীতে। এর ফলে জল যেমন  দূষিত  হল তেমনি নদীর বাস্তুতন্ত্র বিঘ্নিত হল। মানুষ এখনো কবে সচেতন হবে? এই সময় যখন পরিবেশ পরিবেশ নিয়ে এত জল্পনা কল্পনা করা হচ্ছে। এই পরিবেশকে টিকিয়ে রাখার নানান পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। যাতে করে বাস্তুতন্ত্র কে সঠিক পর্যায়ে রাখা সম্ভব হয়। কারণ এই সময়ে দাঁড়িয়ে বিজ্ঞানীরা এখনো মহাবিশ্বের কোথাও এরকম পৃথিবী খুঁজে পাননি যেখানে প্রাণের অস্তিত্ব আছে ।  একমাত্র পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রাণপণ চেষ্টা করা হচ্ছে।  তেমনি কিছু মানুষ না জেনে না বুঝে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব কে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রতীকী ছবি   এ বিষয়ে বড় ঘটনা বা উদাহরণ থাকলেও  বিস্তারিত আলোচনায় না গিয়ে আমরা মনসুকা ঘাটালের মধ্যে ঘটে যাওয়া ছোট ঘটনা  নিয়ে আলোচনা করতে যাচ্ছি।  যে বিষয়টি তুলে ধরবো অনেকের কাছে সেটি অতি সাধারণ হতে পারে । তবে এই ঘটনাটি একটি বাস্তুতন্ত্র কে ধ্বংস করার পেছনে যথ...