ঘাটালের মনসুকায় চলছে হরেকৃষ্ণ উৎসব ২০১৯

  মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ফুটবল  গ্রাউন্ডে আজ (২রা পৌষ, ইংরেজি ১৯/১২/২০১৯) মনসুকা  " না ম হ ট্ট " দ্বারা আয়োজিত ,   হরে কৃষ্ণ উৎসব ২০১৯ চলছে ।


আজ এই অনুষ্ঠানে বহু মানুষ  এই নাম সংকীর্তন- এ অংশগ্রহণ করবেন  বলে জানা যাচ্ছে ।

আজ সকাল থেকে " ই স ক ন" থেকে আগত স্বামী প্রভুদের দ্বারা নগর পরিক্রমা, ভাগবত কথা, ভজন , সন্ধ্যারতি, হরি কথা চলবে সারাদিন ব্যাপী। এই অনুষ্ঠানে সকলে অংশগ্রহণ করতে পারবেন । রাত্রে প্রসাদ বিতরণ অনুষ্ঠান আছে বলে জানা যাচ্ছে।


Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar