মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ফুটবল গ্রাউন্ডে আজ (২রা পৌষ, ইংরেজি ১৯/১২/২০১৯) মনসুকা " না ম হ ট্ট " দ্বারা আয়োজিত , হরে কৃষ্ণ উৎসব ২০১৯ চলছে ।
আজ এই অনুষ্ঠানে বহু মানুষ এই নাম সংকীর্তন- এ অংশগ্রহণ করবেন বলে জানা যাচ্ছে ।
আজ সকাল থেকে " ই স ক ন" থেকে আগত স্বামী প্রভুদের দ্বারা নগর পরিক্রমা, ভাগবত কথা, ভজন , সন্ধ্যারতি, হরি কথা চলবে সারাদিন ব্যাপী। এই অনুষ্ঠানে সকলে অংশগ্রহণ করতে পারবেন । রাত্রে প্রসাদ বিতরণ অনুষ্ঠান আছে বলে জানা যাচ্ছে।
আজ এই অনুষ্ঠানে বহু মানুষ এই নাম সংকীর্তন- এ অংশগ্রহণ করবেন বলে জানা যাচ্ছে ।
আজ সকাল থেকে " ই স ক ন" থেকে আগত স্বামী প্রভুদের দ্বারা নগর পরিক্রমা, ভাগবত কথা, ভজন , সন্ধ্যারতি, হরি কথা চলবে সারাদিন ব্যাপী। এই অনুষ্ঠানে সকলে অংশগ্রহণ করতে পারবেন । রাত্রে প্রসাদ বিতরণ অনুষ্ঠান আছে বলে জানা যাচ্ছে।
Tags
Culture