জেহাদি সন্দেহে ঘাটাল থেকে চার জন ব্যক্তিকে ধরল পুলিশ

  আজ সকালে চার জন সন্দেহভাজন ব্যক্তিকে ধরল পুলিশ । ওই চারজন ব্যক্তির সবুজ রঙের ওড়না গেরুয়া রঙের জামা এবং লুঙ্গি পড়ে গেরুয়া পাগড়ী পড়ে রাস্তায় নানা রকম ভাবে ভেল্কি দেখিয়ে বা গান করে মানুষের কাছ থেকে টাকা আদায় করছিলেন। স্থানীয় মানুষের সন্দেহ জাগে। ফলে ওই ব্যক্তিদের আধার কার্ড গুলি স্থানীয়রা তাদের কাছ থেকে সংগ্রহ করে এবং ভালো করে পর্যবেক্ষণ করেন তাতে আরো সন্দেহ জাগে যে এই আধার কার্ড গুলি ভারতীয় আধার কার্ডের সাথে সঠিকভাবে মিলছে না। এবং সেগুলি লিংক দেখার জন্য চেষ্টা করেন তাতে আধার কার্ড গুলি সাথে ব্যক্তি গুলির কোন মিল না থাকায় ঘাটাল থানার পুলিশকে খবর দেয়া হয়। এবং ঘাটাল থানার পুলিশ এসে তাদেরকে জেরা করেন এবং তাদের চারজনকে একে একে ভ্যানে তুলে তাদেরকে ঘাটাল থানায় নিয়ে যাওয়া হয়েছে। ফলে ঘাটালে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষের অনুমান যে এই ব্যক্তি গুলি আসলে কোন জিহাদি হবে বা কোন খারাপ কাজের সাথে যুক্ত হতে পারে তাই তারা এরূপ ছদ্মবেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং মানুষকে ভুল বুঝিয়ে টাকা সংগ্রহ করছেন। এদের প্রকৃত বা আসল উদ্দেশ্য কিছু জানা যায়নি। সবকিছুর তথ্য আসল বেরিয়ে আসবে পুলিশের জেরার পর এমনই তথ্য জানা যাচ্ছে। 

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar