Posts

Showing posts from February, 2020

সবলা ও ক্রেতা সুরক্ষা মেলায় গুণীজন সংবর্ধনা

Image
ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে শিশু মেলা শেষ হওয়ার পর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শুরু হয়েছিল  পশ্চিমমেদিনীপুর জেলা সবলা ও  ক্রেতা সুরক্ষা মেলা । এই মেলাটি শুরু হয়েছিল ২৮ শে জানুয়ারি । এবং শেষ হয়েছিল ৩রা ফেব্রুয়ারি।  এই মেলাতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের কাজের বিভিন্ন আসবাবপত্র , সৌখিন নান্দনিক দ্রব্য , খেলনা,  ব্যবহার্য নানান দ্রব্য বিক্রয় হয়েছে।  এই অনুষ্ঠান মঞ্চে বিভিন্ন গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে।  ২রা ফেব্রুয়ারি  মনসুকা ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিশিষ্ট কবি মাননীয় সুশান্ত আদক মহাশয়, বিশিষ্ট লোকসংগীত শিল্পী বিমানবিহারী পোড়ে মহাশয়, ও বিশিষ্ট শিক্ষাবিদ মোহন চন্দ্র বেরা মহাশয় সহ অন্যান্যদের  সংবর্ধনা দেওয়া হয় । এই সংবর্ধনা মঞ্চে উপস্থিত ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ মাননীয় বিকাশ কর মহাশয় এবং মনসুকা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান পুতুল পাত্র মহাশয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।