সবলা ও ক্রেতা সুরক্ষা মেলায় গুণীজন সংবর্ধনা

ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে শিশু মেলা শেষ হওয়ার পর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শুরু হয়েছিল  পশ্চিমমেদিনীপুর জেলা সবলা ও  ক্রেতা সুরক্ষা মেলা । এই মেলাটি শুরু হয়েছিল ২৮ শে জানুয়ারি । এবং শেষ হয়েছিল ৩রা ফেব্রুয়ারি।  এই মেলাতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের কাজের বিভিন্ন আসবাবপত্র , সৌখিন নান্দনিক দ্রব্য , খেলনা,  ব্যবহার্য নানান দ্রব্য বিক্রয় হয়েছে।  এই অনুষ্ঠান মঞ্চে বিভিন্ন গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে।  ২রা ফেব্রুয়ারি  মনসুকা ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিশিষ্ট কবি মাননীয় সুশান্ত আদক মহাশয়, বিশিষ্ট লোকসংগীত শিল্পী বিমানবিহারী পোড়ে মহাশয়, ও বিশিষ্ট শিক্ষাবিদ মোহন চন্দ্র বেরা মহাশয় সহ অন্যান্যদের  সংবর্ধনা দেওয়া হয় । এই সংবর্ধনা মঞ্চে উপস্থিত ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ মাননীয় বিকাশ কর মহাশয় এবং মনসুকা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান পুতুল পাত্র মহাশয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar