Posts

Showing posts from March, 2020

"প্রতিবেদন - করোনা যখন মহামারী "

Image
রাজীব রং  :   দেখতে দেখতে সমগ্র বিশ্বের একটির পর একটি দেশের সাথেই , বৃহৎ ভারতবর্ষের বিস্তারিত এলাকায় নতুন করে সংক্রমণের জাল বিস্তার করছে নভেল করোনা ভাইরাস অর্থাৎ  COVID-19  । এই ভাইরাসের আগ্রসী ভয়ঙ্কর মৃত্যু ছোবল ইতিমধ্যেই ভারতবর্ষের বিভিন্ন রাজ্য গুলিতে ধীরে ধীরে পড়তে শুরু করেছে । আজ পর্যন্ত  ৭২৭ জন ভারতীয় ও  ৪৩ জন বিদেশী  সংক্রমিত হয়েছে ভারতবর্ষে  এবং ইতিপূর্বে ২০ জন নিরীহ মানুষের প্রান কেড়ে নিয়েছে এই করোনা ভাইরাসের কালছোবল । এত কিছুর মধ্যেও এই প্রবল বেগে ধেয়ে আসা অশনি সংকেত যুক্ত  করোনা ভাইরাসের কবল থেকে পুনরায় সুস্থ জীবনে ফিরে এসেছে যারা তার সংখ্যা কম নয় , তবে তা হয়েছে শরীরের প্রতিষেধক ক্ষমতা ও পরীক্ষামূলক চিকিৎসার মাধ্যমে । এমতাবস্থায় কেন্দ্রীয় সরকার আমাদের প্রিয় মাতৃভূমি , ও বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সমগ্র পীঠস্থানটিকে টানা ২১ (একুশ ) দিন লক ডাউন ঘোষণা করেছে ।            এই একুশ দিন লগ ডাউন ঘোষণা নিয়ে নানা মুনির , বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভিন্ন মহামূল্যবান মত উপস্থাপন করেছেন । অনে...

প্রতিনিয়ত করোনা ভাইরাস তার বৈশিষ্ট্য বদলাচ্ছে

Image
প্রতিনিয়ত তো করোনা ভাইরাস তার নিজের বৈশিষ্ট্য বদলে ফেলেছে। প্রথমে আমরা জেনেছিলাম যে করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তির কাছ থেকেই অন্য ব্যক্তির কাছে এই ভাইরাস সংক্রমিত হতে পারে। তবে গবেষকরা বলছেন যে এটা প্রাথমিক দিকে ঘটে থাকলেও করোনাভাইরাস পরিবেশের সঙ্গে নিজেকে পরিবর্তন করে ফেলছে। তার বৈশিষ্ট্যের পরিবর্তনে দেখা যাচ্ছে যে এই করোনাভাইরাস হাঁচি-কাশির মাধ্যমে বাতাসে মিশে বাতাসে থাকছে বেশ কিছু সময় অন্যান্য কোন দ্রব্যের মধ্যে বেঁচে থাকতে পারছে।   এইভাবে নিজের বৈশিষ্ট্য পরিবর্তন করতে থাকলে সংক্রমনের মাত্রা আরও দ্রুত বৃদ্ধি পাবে বলে অনুমান করা যাচ্ছে। 

হোলি বা দোল উৎসব এর সঠিক ইতিহাস কি?

Image
🔶 দৈত্যরাজ হিরণ্যকিশপুর কাহিনি আমরা সকলে জানি। ভক্ত প্রহ্লাদ অসুর বংশে জন্ম নিয়েও পরম ধার্মিক ছিলেন। তাঁকে যখন বিভিন্নভাবে চেষ্টা করেও হত্যা করা যাচ্ছিল না তখন হিরণ্যকিশপুর বোন হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুলে প্রবেশের সিদ্ধান্ত নেন। কারণ হোলিকা এই বর পেয়েছিল যে আগুনে তার কোন ক্ষতি হবে না। কিন্তু অন্যায় কাজে শক্তি প্রয়োগ করায় হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করলে বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অগ্নিকুণ্ড থেকেও অক্ষত থেকে যায় আর ক্ষমতার অপব্যবহারে হোলিকার বর নষ্ট হয়ে যায় এবং হোলিকা পুড়ে নিঃশেষ হয়ে যায়, এই থেকেই হোলি কথাটির উৎপত্তি ।  🔶অন্যদিক বসন্তের পূর্ণিমার এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কেশি নামক অসুরকে বধ করেন। কোথাও কোথাও অরিষ্টাসুর নামক অসুর বধের কথাও আছে। অন্যায়কারী, অত্যাচারী এই অসুরকে বধ করার পর সকলে আনন্দ করে। এই অন্যায় শক্তিকে ধ্বংসের আনন্দ মহাআনন্দে পরিণত হয়। 🔶অঞ্চল ভেদে হোলি বা দোল উদযাপনের ভিন্ন ব্যাখ্যা কিংবা এর সঙ্গে সংপৃক্ত লোককথার ভিন্নতা থাকতে পারে কিন্তু উদযাপনের রীতি এক ।বাংলায় আমরা বলি ‘দোলযাত্রা’ আর পশ্চিম ও মধ্যভারতে ‘হোলি’,। রঙ উৎসবের আগের দিন ‘হোলি...