"প্রতিবেদন - করোনা যখন মহামারী "

রাজীব রং : দেখতে দেখতে সমগ্র বিশ্বের একটির পর একটি দেশের সাথেই , বৃহৎ ভারতবর্ষের বিস্তারিত এলাকায় নতুন করে সংক্রমণের জাল বিস্তার করছে নভেল করোনা ভাইরাস অর্থাৎ COVID-19 । এই ভাইরাসের আগ্রসী ভয়ঙ্কর মৃত্যু ছোবল ইতিমধ্যেই ভারতবর্ষের বিভিন্ন রাজ্য গুলিতে ধীরে ধীরে পড়তে শুরু করেছে । আজ পর্যন্ত ৭২৭ জন ভারতীয় ও ৪৩ জন বিদেশী সংক্রমিত হয়েছে ভারতবর্ষে এবং ইতিপূর্বে ২০ জন নিরীহ মানুষের প্রান কেড়ে নিয়েছে এই করোনা ভাইরাসের কালছোবল । এত কিছুর মধ্যেও এই প্রবল বেগে ধেয়ে আসা অশনি সংকেত যুক্ত করোনা ভাইরাসের কবল থেকে পুনরায় সুস্থ জীবনে ফিরে এসেছে যারা তার সংখ্যা কম নয় , তবে তা হয়েছে শরীরের প্রতিষেধক ক্ষমতা ও পরীক্ষামূলক চিকিৎসার মাধ্যমে । এমতাবস্থায় কেন্দ্রীয় সরকার আমাদের প্রিয় মাতৃভূমি , ও বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সমগ্র পীঠস্থানটিকে টানা ২১ (একুশ ) দিন লক ডাউন ঘোষণা করেছে । এই একুশ দিন লগ ডাউন ঘোষণা নিয়ে নানা মুনির , বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভিন্ন মহামূল্যবান মত উপস্থাপন করেছেন । অনে...