বিমানের পরে রাজ্য সরকারের আ'বে'দ'ন মেনে এবার সপ্তাহে লকডাউনের দিনগুলিতে রাজ্যে কোনও স্পেশাল ট্রেন চলবে না বলে রেল ম'ন্ত্র'ক জানিয়ে দিয়েছে। ফলে ঐ দিনগুলিতে যাত্রীদের স্টেশনে না আসার প'রা'ম'র্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আজ হাওড়া থেকে চলা'চল'কারী সব স্পেশাল ট্রেন বা'তি'ল করা হয়েছে। আগামী বুধবার লকডাউনের দিন পূর্ব রেলের শি'য়া'ল'দা থেকে আলিপুরদুয়ারের মধ্যে চলাচলকারী এসি স্পে'শা'ল বাতিল থাকবে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে ঐ দিন হাওড়া ও শিয়ালদা থেকে চলাচলকারী ১২টি স্পেশাল ট্রেন বা'তি'ল থাকবে বলে রেল জানিয়েছে।
Tags
West Bengal