আজ দুপুরে বৃষ্টির সময় বজ্রাঘাতে একটি বিশাল বৃক্ষ ফালা ফালা হয়ে গেল। এই ঘটনাটি ঘটেছে ঘাটালের মনসুকা ১গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দীর্ঘগ্রাম এলাকায় ।
আমার জানি যে মেঘের মধ্যে পজেটিভ ও নেগেটিভ আয়ন পৃথক পৃথক ভাবে উচ্চ বিভব সম্পন্ন পজেটিভ বা নেগেটিভ তড়িৎ আধান তৈরি হয় । যা আদ্র বায়ুর মধ্যে দিয়ে পৃথিবীর পৃষ্ঠে নেমে আসে। নেমে আসার সময় প্রবাহিত তড়িৎ সট পথ অনুসরণ করে। যার ফলস্বরুপ উঁচু গাছ, ল্যামপোষ্ট, কারেন্টেরপোষ্ট প্রভৃতির উপর পরে । এই সব জিনিসের নীচে আশ্রয় নেওয়া উচিত নয়। এমনকি খালি মাঠে দাঁড়িয়ে থাকা উচিত নয় । বসে পড়তে হয় বা শুয়ে পড়তে হয় । তবে জলাশয়েও বজ্রপাত হয়ে থাকে।
উচ্চ বিভব যুক্ত তড়িৎ খুব কম সময়ের মধ্যে বাতাসের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার কারণে কিছুটা শক্তি আলো ও তাপ শক্তিতে রূপান্তরিত হয় এবং বাতাসের মধ্য যাওয়া সময় বাতাসের মধ্য কম্পন সৃষ্টি হয় যার ফলে শব্দের উৎপত্তি হয়।
বজ্রপাত কোন গাছে হওয়ার আগে তার মধ্যে আবেশ তৈরি হয়। এই আবেশের ফলে একটি নির্দিষ্ট দিকে আকৃষ্ট হয়েছে এই গাছটি, তার পর বজ্রাঘাতের সময় কম্পনে ফালা ফালা হয়ে গিয়েছে ।
Tags
Weather