২১শে জুলাই পালিত হল পশ্চিমবঙ্গ বাঁচাও ও গনতন্ত্র বাঁচাও কর্মসূচি

গতকাল তৃণমূল কংগ্রেসের উদ্দোগে উৎযাপিত হয়েছে ২১শে জুলাই । প্রতি বছরের মতো এবার ২১জুলাই কলকাতার ধর্মতলায় ঘটা করে পালন হয়নি করোনা আবহের জন্য। তবে এবার জেলায় জেলায় বুথে বুথে পালন হয়েছে।এইদিন ঘাটালের প্রাক্তন বিধায়ক শংকর দোলাই মহাশয় বিভিন্ন স্থানে ঘুরে এই দিনটি পালন করেন।

পা'শাপাশি এই দিন বি'জেপির ত'র'ফ থেকে বাংলায় নি'র্বা'চ'ন প'র'ব'র্তী হিংসার বি'রু'দ্ধে নিউ দি'ল্লী'র রা'জ'ঘা'টে রাজ্য স'ভা'প'তি শ্রী দি'লীপ ঘোষ সহ পশ্চিম'বঙ্গের বি'জেপি সাংসদ ও বি'ধায়ক গন ধর্ণা অ'ব'স্থা'ন ক'র্ম'সূ'চি পালন করেছেন।

এই ধর্নার প্রধান উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গ বাঁচাও ও গনতন্ত্র বাঁচাও। তাঁদের দাবি ভোট পরবর্তী সময়ে বিজেপির বহু মানুষ খুন হয়েছেন বাড়ি ছাড়া হয়েছেন এই কারনে এই দিনটি পশ্চিমবঙ্গ বাঁচাও ও গনতন্ত্র বাঁচাও কর্মসূচি পালন করা হচ্ছে। এই দিন ঘাটালের বিধায়ক শীতল কপাট মহাশয় নানা স্থানে পশ্চিমবঙ্গ বাঁচাও ও গনতন্ত্র বাঁচাও কর্মসূচি পালন করেন।



Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের সাংবাদিক। খবর, ভিডিও, তথ্য, গল্প পাঠাতে যোগাযোগ করুন। ফোন/হোয়াটসঅ্যাপ ৯৭৭৫৭৩২৫২৫.

নবীনতর পূর্বতন

বিজ্ঞাপন

Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar
Mansuka khabar