আজ সকালে ( 11/01/18) বৃহস্পতি বার সকাল 7:30 নাগাদ মনসুকা লক্ষ্মী নারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বেড়াতে গিয়েছিল । চড়কতলা থেকে দুটি টুরিস্ট বাস ছাড়া হয়েছে । বাঁকুড়ার মুকুটমনিপুর বেড়াতে গিয়েছিল বলে জানা যাচ্ছে । এক দিনের স্টুর । ছাত্র ছাত্রীদের প্রোজেক্ট এর বিষয়ের জন্য এই শিক্ষা মূলক ভ্রমণ করা হয়েছে । ছাত্র ছাত্রীদের মধ্যে আনন্দের সীমা পরিসীমা নেই ।