মনশুকাতে ভারতীয় জনতা পার্টির বিশাল মিছিল হয়ে গেল

গতকাল 8 এপ্রিল 2019 বিকাল পাঁচটার সময় এক বিশাল মিছিল করল ভারতীয় জনতা পার্টি।  পদ্ম ফুল  হাতে বহু মানুষ এই মিছিলে শামিল হয়েছিলেন এই মিছিলটি 6 টি বুথের সমন্বয়ে হয়েছে বলে জানা যাচ্ছে । এই মিছিলে বেশিরভাগ পথযাত্রী পুরুষ ছিলেন।  এই মিছিলের দুই দিন আগে তৃণমূল কংগ্রেস মনসুকা চড়কতলা উপর দিয়ে মিছিল করে  মিঞৌছিলেন কেবলমাত্র মহিলা পথযাত্রীদের কে নিয়ে।  এবার দেব এবং ভারতী ঘোষের মধ্যে যে ভোটের লড়াই হবে বেশ হাড্ডাহাড্ডি হবে বলেই মনে  করছেন ওয়াকিবহাল মহল তবে কে জিতবে সেটাই দেখার। 

Comments

Popular posts from this blog

ঘাটালের বন্যা: প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক ঘূর্ণাবর্ত এবং একটি অসমাপ্ত মহাপরিকল্পনার বিশদ বিশ্লেষণ

পুরীর আদলে দীঘার জগন্নাথ মন্দির: আজ মহাসমারোহে উদ্বোধন

জেনে নিন কবে খুলবে স্কুল!