যোগগুরু রামদেব সম্পূর্ণ স্বদেশী সমৃদ্ধ পতঞ্জলি সিম কার্ডের চালু করতে চলেছেন

পণ্যোবাজারে সফলতার পর যোগগুরু বাবা রামদেব  বাজারে আনতে চলেছে Patanjali sim card । ভারত সঞ্চার নিগম লিমিটেডের সহযোগিতায় বাবা রামদেব সম্পূর্ণ  স্বদেশী সমৃদ্ধ পতঞ্জলি sim card চালু করতে চলেছেন। এই পতঞ্জলি সিম কার্ডের মাধ্যমে দেশজুড়ে কল করতে সক্ষম হবে ।
মাত্র ১৪৪  টাকায় আনলিমিটেড কল ১০০ টি এসএমএস এবং২ জিবি ডাটা সুবিধা পাওয়া যাবে। এই সিমের সুবিধা গুলি কেবলমাত্র পতঞ্জলি কর্মচারী অফিসারদের দ্বারাই পাওয়া যাবে  ANI রিপোর্টে এমনই বলা হয়েছে । আরো বলা হয়েছে যে মানুষ স্বাস্থ্যবীমা দুর্ঘটনা জনিত জীবনবীমা পাবেন যথাক্রমে ২.৫ লাখ ও ৫ লাখ মেডিকেল লাইফ ইনসিওরেন্স আওতায় রয়েছে । পতঞ্জলি এবং ভারত সঞ্চার নিগম উভয়ই সকলের উদ্দেশ্যে বলেছেন দেশে তাদের 500000 কাউন্টার আছে সেখান থেকে এই  সিম পাওয়া যাবে।
নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar