ভারতের প্রাক্তন সম্মাননীয় প্রধান মন্ত্রী অটল বিহারী বাজপেয়ী 16ই আগস্ট ( 2018 ) দিল্লির এইমস্-এ বিকেল 5:05 মিনিটে তিনি বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন । উনি 1996 সালে প্রথম বারের মত তের দিনের জন্য দশমতম প্রধান মন্ত্রী হন পরবর্তী কালে 1998 থেকে 2004 পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন ।
ভারতরত্ন প্রান্তন প্রধানমন্ত্রী সম্মাননীয় অটল বিহারী বাজপেয়ীর পরলোকগমনে ভারত বর্ষের সর্বত্র জাতীয় শোক প্রকাশের ন্যায়, মনসুকায় শ্রদ্ধার্ঘ্য় অর্পণের জন্য মনসুকা ও দৌলতচক অঞ্চল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মনসুকা লক্ষী নারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পূর্ব দিকে ছোট অনুষ্ঠানের ব্যাবস্থা করা হয়েছিল ।
উক্ত মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই দুই এলাকার বিশিষ্ট ভারতীয় জনতা পার্টির আঞ্চলিক নেতৃত্ববৃন্দ । শ্রদ্ধেয় অটল বিহারী বাজপায়ীর প্রতিচ্ছবিতে মাল্যদান সহ পুষ্পার্ঘ্য অর্পণ এবং শোক প্রকাশের মধ্যদিয়ে এই মহতীপূর্ণ অনুষ্ঠানের সুসম্পন্ন হয় ।