"রামকৃষ্ণ মান্না"র মৃত্যুর পর চোখ এবং দেহ দান করেছেন মেডিক্যাল সায়েন্সকে


 হিন্দু  ধর্মে কোথাও  মৃত্যুর  পর  শ্রাদ্ধ  শান্তির  কথা  উল্লেখ নেই  । কিন্তু  তথাকথিত হিন্দু  সমাজে  সামাজিক  আচার-অনুষ্ঠানের   সাথে  পিতার  মৃত্যুর  পর  শ্রাদ্ধ  শান্তি  করা একটা  প্রচলিত  রীতিতে  পরিনত হয়েছে  ।  পিতার  মৃত্যুর  পর  সন্তান , পরিবার  পরিজন  যখন   প্রিয়জনের  বিয়োগ  যন্ত্রণায়  কাতর  তখনই  এমন  ব্রাহ্মণ পুরোহিত  ডেকে  শ্রাদ্ধ  শান্তি  করে  পাড়াপ্রতিবেশীদের  খাওয়ানোর  রীতির  সত্যিই  কেমন  যেন  বেমানান  । যেহেতু  সনাতন  হিন্দু  ধর্মে এই  শ্রাদ্ধ  শান্তির  কথা  উল্লেখ নেই  তাই  হুগলি  খানাকুলের  পিলখাঁর গ্রামীণ  চিকিত্সক  রতন  মান্না  তাঁর পিতা "রামকৃষ্ণ  মান্না"র  মৃত্যুর  পর  চোখ  এবং  দেহ  দান  করেছেন   মেডিক্যাল সায়েন্সকে ।
তিনি একজন  চিকিৎসক  হয়ে   মনে  করেন মানুষ মানুষের  জন্যই পিতার  দেহ  এবং  চোখ  দান  মানুষের উপকারে আসবে   ।  "রামকৃষ্ণ  মান্না মহাশয়  ২৪শে  এপ্রিল  পরলোকগমন  করেছেন  এবং  আজ  ২৭শে  মে  তাঁর  স্মরণ সভা  করলেন  তাঁর  পরিবার পরিজন  ।
নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar