থার্মোকলের পাতা কি মানুষের স্ট্যাটাস বাড়িয়ে দেয়? না কি পরিবেশকে আরো জঞ্জাল করে তুলে?

নদীর জল বৃদ্ধির সাথে কোথা থেকে যেন এলো একগাদা থার্মোকলের জঞ্জাল।
নদীর উপর প্রচুর থার্মোকলের জঞ্জাল এসে জমায়েত হয়েছে । এই থারমোকলের থালা বহুদিন পর্যন্ত নষ্ট হয় না । পরিবেশ দূষণ  জল দূষণ ঘটায় এই থারমোকল । শৌখিন মানুষেরা তাদের জীবনের স্ট্যাটাস মানুষের কাছে তুলে ধরার জন্য সুন্দর থার্মোকলথালা প্রীতিভোজে থালা হিসেবে ব্যবহার করেন  । অনুষ্ঠান বাড়িতে কাজ শেষের পর কোন পুকুরে বা নদীতেই থানা গুলি ফেলে দেন । এই থালার কারণেই নদীতে এবং পুকুরের মাছের ভীষণ অসুবিধা হয় । আবার কিছু মানুষ মনে করেন এই থালা গুলি যতদিন তাদের পুকুরে বা নদীতে পড়ে থাকবে বা আশপাশে কোনো জায়গায় পড়ে থাকবে ততদিন তাদের অনুষ্ঠানের কথা মানুষ মনে রাখবেন তাই তাঁরা এই ভেবে থারমোকলের থালা ব্যবহার করেন । বহু উচ্চ শিক্ষিত মানুষ এবং সৌখিন মানুষের  এই সংকীর্ণ মানসিকতার জন্য এই  সুন্দর পৃথিবী আরো জঞ্জালময় অসুন্দর হয়ে পড়ছে  । কিন্তু যদি আমরা এর পরিবর্তে শালপাতার পাতা বা কলা গাছের কান্ড থেকে তৈরি পাতা বা কাগজের তৈরি পাতা ব্যবহার করি তা সহজেই পরিবেশের সাথে কয়েক দিনের মধ্যেই মিশে যায় ফলে সেখানে পরিবেশের উপাদান পরিবেশে ফিরে যায় কোন ক্ষতি হয়না কিন্তু এই থারমকল বহুদিন ধরে   জঞ্জালের সৃষ্টি করে, দূষন সৃষ্টি করে, বহু সমস্যার সৃষ্টি করে । মানুষের স্ট্যাটাস এবং সৌখিনতা দেখিয়ে পরিবেশকে দূষিত না করে পরিবেশবান্ধব জিনিসপত্র ব্যবহার করে পরিবেশ সুন্দর করে তুলুন এই আশা রাখি সবার কাছে ।

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar