ঘাটালের মনসুকায় ফনী কখন কিরূপে আসবে

ফনী ঘূর্ণিঝড় 200 কিলোমিটার বেগে উড়িষ্যার উপকূলে আছড়ে পড়ল।  রাত তিনটে  থেকে মনসুকা এবং পার্শ্ববর্তী গ্রাম গুলির উপর ফনীর প্রাদুর্ভাব পড়েছে।  রাত তিনটা থেকে   টিপ টিপ টিপ টাপ বৃষ্টি পড়ে চলেছে। মেঘলা আবহাওয়া তবে এখনো পর্যন্ত  মনসুকা দীর্ঘ গ্রাম এবং তার পার্শ্ববর্তী গ্রামগুলি উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে দেখা যাচ্ছে না।  অনেকের মতে দুপুর  একটা, দুটো নাগাদ এই ঝড়  মনসুকা ও পার্শ্ববর্তী এলাকা গুলির উপর দিয়ে বয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন। যদিও ঘাটালের এবং দাসপুর এর বিভিন্ন স্থানে মাইক প্রচার করে ফনী ঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে তবে  মনসুকা সহ পার্শ্ববর্তী এলাকা তে এই ঘোষণা জারি করা হয়নি তবুও মানুষ বিভিন্ন মাধ্যম থেকে খবর সংগ্রহ করে ফনী ঝড় সম্পর্কে বেশ সর্তকতা অবলম্বন  করেছেন বলে জানা যাচ্ছে।  তবে মাঠে এখনো প্রচুর ধান রয়েছে এবং কাটা অবস্থায় রয়েছে ফলে চাষিরা ভীষণ ভাবে চিন্তা করছেন যে কিভাবে ধান গুলি খামারে নিয়ে আসা যায়।  এদিকে আবার দিঘার এক হসপিটালে এক কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তার নাম এই ফনী ঝড়ের নাম এর অনুকরণে তার নাম রাখা হয়েছে ফেনী। 
নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar