ঝুমি নদীর বুকে, জালে বিশাল কাতলা মাছ ধরা পড়েছে । এই কাতলা মাছের ওজন ১৭ কেজি ৫০০গ্রাম বলে জানা যাচ্ছে। মাছটি ধরেছেন পার্ব্বতীচক গ্রামের রতন ভূক্তা। রতন বাবু কলি জাল পেতে ছিলেন ছোট মাছ ধরার জন্য এত বড় মাছ তিনি ধরে ফেলবেন ভাবতেই পারেননি। তাঁর বাড়ির লোক ভীষণ আনন্দিত এবং উৎফুল্ল ।এই মাছটি দেখার জন্য বহু মানুষের জমায়েত হয়েছে।
Tags
Other