ফনী ঝড়ের দাপটে যে বৃষ্টি হয়েছে তার ফলে ঝুমি নদীতে জল বাড়তে শুরু করেছে আজ দুপুর থেকে। অনেকের ধারণা যেভাবে জল বাড়ছে ছোটখাটো বন্যা রূপ নিতে পারে। নদীর মধ্য দিয়ে প্রচুর চোপড়া এবং পানা আসছে। ফলে আবর্জনা গুলি আটকে গেলে বাশেরপুল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকছে। এইজন্য তাদের রক্ষণাবেক্ষণের জন্য লাইট জ্বেলে পরিষ্কার কাজ চলছে বলে জানা যাচ্ছে।
Tags
Weather