আজ ২৫ শে বৈশাখ বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮ তম জন্মজয়ন্তী উপলক্ষে ঘাটাল "সব পেয়েছির আসর" এর ব্যাবস্থাপনায় একটি বর্নাঢ্য সভা যাত্রার মাধ্যমে প্রভাতফেরি চলাকালীন পথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ঘাটাল থানা সংলগ্ন চত্বরে ভোর পাঁচটার এই মহতী অনুষ্ঠানের সুচনা করেন সংস্থার সম্মাননীয় সম্পাদক মানিক চন্দ্র দাস, উপস্থিত ছিলেন ঘাটালের বহুগুণ জন, ও স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা।
সূচনাপর্বের পর ঘাটালবাসীর কাছে মাইকের মাধ্যমে প্রভাতের রবীন্দ্রনাথ সঙ্গীত পৌচ্ছে দিতে দিতে পথসভাটি ঘাটাল রথতলায় পৌঁছে অনুষ্ঠান সূচি অনুযায়ী গান, আবৃত্তি, নাচ পরিবেশন করে অনান্য সদস্য সদস্যাগন। পথসভাটি বাজার হয়ে ঘাটাল বিদ্যাসাগর সেতু পার হয়ে। মহকুমা প্রশাসক অফিস অতিক্রম করে কেন্দ্রীয় ডাক অফিস মোড়ে গান, নাচ, আবৃত্তি পরিবেশন করে।
তারপর সভাটি আগিয়ে গিয়ে ঘাটাল পিপলস ব্যাঙ্কের সামনে আরো একটি অনুষ্ঠান পরিবেশন পর বাজার হয়ে পাশকুড়া বাসস্ট্যান্ড হয়ে ঘাটাল বসন্ত কুমারী বালিকা বিদ্যালয়ের সম্মুখে ঘাটাল পৌরসভার নির্মিত রবীন্দ্র মুর্তিতে মালা পরিয়ে আর একটি অনুষ্ঠানের সুচনা হয় গান, নাচ, আবৃত্তি, বক্তব্য রাখেন ঘাটাল পৌরসভার পৌরপিতা সম্মাননীয় বিভাষ ঘোষ মহাশয় ।
সূচনাপর্বের পর ঘাটালবাসীর কাছে মাইকের মাধ্যমে প্রভাতের রবীন্দ্রনাথ সঙ্গীত পৌচ্ছে দিতে দিতে পথসভাটি ঘাটাল রথতলায় পৌঁছে অনুষ্ঠান সূচি অনুযায়ী গান, আবৃত্তি, নাচ পরিবেশন করে অনান্য সদস্য সদস্যাগন। পথসভাটি বাজার হয়ে ঘাটাল বিদ্যাসাগর সেতু পার হয়ে। মহকুমা প্রশাসক অফিস অতিক্রম করে কেন্দ্রীয় ডাক অফিস মোড়ে গান, নাচ, আবৃত্তি পরিবেশন করে।
তারপর সভাটি আগিয়ে গিয়ে ঘাটাল পিপলস ব্যাঙ্কের সামনে আরো একটি অনুষ্ঠান পরিবেশন পর বাজার হয়ে পাশকুড়া বাসস্ট্যান্ড হয়ে ঘাটাল বসন্ত কুমারী বালিকা বিদ্যালয়ের সম্মুখে ঘাটাল পৌরসভার নির্মিত রবীন্দ্র মুর্তিতে মালা পরিয়ে আর একটি অনুষ্ঠানের সুচনা হয় গান, নাচ, আবৃত্তি, বক্তব্য রাখেন ঘাটাল পৌরসভার পৌরপিতা সম্মাননীয় বিভাষ ঘোষ মহাশয় ।
Tags
Culture