দীর্ঘগ্রামের হাটে পেঁয়াজ প্রতি কেজি ১০০ টাকা
মনসুকার দীর্ঘগ্রামের মায়েরমাড়োর হাটে শাক সবজি বাজারে আগুন। আগুন মানে জ্বলন্ত আগুন নয়। এখানে আগুন মানে চড়া দাম।
আলু, পেঁয়াজ ,আদা, রসুন, পটল, কপি, বেগুন , কচু, করলা, শশা, মূলো, প্রভৃতি সবজির মূল্য আকাশ ছোঁয়া। পেঁয়াজ প্রতি কেজি ১০০ টাকা। আলু ২০ টাকা কেজি। রসুন ২৪ টাকা এক'শ। আদা ১৫ টাকা এক'শ । কচু ২০ টাকা কেজি। একমাত্র পেঁপের দাম কম দশ টাকা প্রতি কেজি। অকাল ঘুর্ণিঝড় বুলবুল এর প্রভাবে এমন মূল্য বৃদ্ধি ঘটেছে। বুলবুল এরজন্য সবজি চাষের ক্ষতির কারণে এই সবজির এত দাম।
আবার অনেকের মতে পেঁয়াজ ও আলুর দাম বৃদ্ধির সাথে সাথে অন্যান্য সবজির দাম সমতূল্য হারে বাড়িয়ে দিচ্ছেন ব্যাবসায়ীরা। মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের ভীষণ অসুবিধা কথা উঠছে। অনেক সাধারণ মানুষ হাটে শাক সবজি কিনতে পারছেন না।
আলু, পেঁয়াজ ,আদা, রসুন, পটল, কপি, বেগুন , কচু, করলা, শশা, মূলো, প্রভৃতি সবজির মূল্য আকাশ ছোঁয়া। পেঁয়াজ প্রতি কেজি ১০০ টাকা। আলু ২০ টাকা কেজি। রসুন ২৪ টাকা এক'শ। আদা ১৫ টাকা এক'শ । কচু ২০ টাকা কেজি। একমাত্র পেঁপের দাম কম দশ টাকা প্রতি কেজি। অকাল ঘুর্ণিঝড় বুলবুল এর প্রভাবে এমন মূল্য বৃদ্ধি ঘটেছে। বুলবুল এরজন্য সবজি চাষের ক্ষতির কারণে এই সবজির এত দাম।
আবার অনেকের মতে পেঁয়াজ ও আলুর দাম বৃদ্ধির সাথে সাথে অন্যান্য সবজির দাম সমতূল্য হারে বাড়িয়ে দিচ্ছেন ব্যাবসায়ীরা। মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের ভীষণ অসুবিধা কথা উঠছে। অনেক সাধারণ মানুষ হাটে শাক সবজি কিনতে পারছেন না।
Comments
Post a Comment