( বিজ্ঞপ্তি )
রেশন কার্ডের সাথে আধার কার্ড সংযুক্তিকরণ
সকলেই রেশন কার্ডের সাথে আধার কার্ড সংযুক্তিকরণ করতে হবে। তবে বহু ডিলারাই এই আধার সংযুক্তিকরণ করার জন্য এক সপ্তাহ টাইম দিয়েছেন। আবার অনেকে সেই শেষ হয়েছে বলে জানাচ্ছেন গ্রাহকদের কে। তবে একটি তথ্য থেকে জানা যাচ্ছে যে এই রেশন কার্ডের সাথে আধার কার্ড সংযুক্তিকরণ করার শেষ তারিখ হল ৩১শে ডিসেম্বর ২০১৯। তবে গ্রাহকদের জানানো যায় যে এই কাজটি খুব তাড়াতাড়ি সম্পন্ন করে নেওয়া ভাল।
স্থানঃ - নিজ নিজ রেশন ডিলারের নিকট প্রতি মঙ্গলবার ও বুধবার সকাল ৭টা থেকে বেলা - ১১টা একটি পরিবারের একজন প্রাপ্তবয়স্ক সদস্য নিজ ও এবং বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা।
বাকি সদস্যদের নিম্নলিখিত কাগজপত্র সঙ্গে নিয়ে আসবেনঃ - _
১ । আপনার ও আপনার পরিবারের রেশনকার্ড ও আধারকার্ড ।
২৷ এই পরিবারের কোনাে একজনের চাল মােবাইল নাম্বার । ৩১শে ডিসেম্বর ২০১৯ এর মধ্যে অবশ্যই আধার সংযুক্তিকরণ সম্পূর্ণ করতে হবে । এই আধার সংযুক্তিকরণ সম্পূর্ণ বিনামূল্যে ।
Tags
India