ঘাটালের মনসুকার ফতেপুর থেকে আন্তর্জাল চতুর্থ সংখ্যা প্রকাশিত হল

ঘাটালের মনসুকা ফতেপুর গ্রাম থেকে বাংলা ভাষা ও সাহিত্যের শিল্পচিত চর্চায় নিবেদিত আন্তর্জাল সাহিত্য পত্রিকাটি বিগত চার বছর ধরে এতদঞ্চল থেকে প্রকাশিত হচ্ছে।
আন্তর্জাল চতুর্থ সংখ্যা
আন্তর্জাল পত্রিকার সম্পাদক কবি সুশান্ত আদক  মহাশয় জানিয়েছেন পশ্চিমবঙ্গ  ছোট পত্রিকা সমন্বয় সমিতি (কলকাতা )  ও  দাসপুর  সাহিত্য সংসদ কর্তৃক  পুরস্কৃত  হয়েছে এবং আনন্দবাজারপত্রিকা কর্তৃক প্রশংসিত হয়েছে এই আন্তর্জাল পত্রিকাটি।   এবছর এই পত্রিকাটির চতুর্থ সংখ্যা বের হলো । কবিতা ,প্রবন্ধ, ছোটগল্প ,অনুগল্প, অনুকবিতা, অনুবাদিত উপন্যাস, মুক্ত গদ্য, গ্রন্থ সমালোচনা,  নিবন্ধ ,ব্যক্তিগত গদ্য প্রভৃতি  বইটিকে সমৃদ্ধ করে তুলেছে।  জ্ঞানপিপাসু এবং সাহিত্য চর্চা পিপাসু মানুষের কাছে  যেমন জায়গা করে নিয়েছে আন্তর্জাল পত্রিকাটি ঠিক তেমনি ভাবেই বাংলা লিটল ম্যাগাজিনের জগতে প্রথম সারির দিকে ঠাঁই পাচ্ছে এই আন্তর্জাল পত্রিকাটি। বইটি সংগ্রহ করার জন্য এবং আন্তর্জাল পত্রিকায় লেখা জমা দেওয়ার জন্য এই আন্তর্জাল পত্রিকার সম্পাদক মহাশয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন  ।  যোগাযোগ কবি সুশান্ত আদক  মোবাইল+917998274364    ।


Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar