Posts

Showing posts from December, 2019

Merry Christmas beautiful Images 2020, Pictures, Happy new year 2021 Photos

Image
2020  years ago today, the Lord Jesus was born to Mary Stowe in a stable in Bethlehem. The Lord Jesus was born The mother Mary was forced to leave her home while pregnant because she was a virgin to protect herself and the unborn child Jesus from the demons. merry Christmas   That is why Tata was born in the world in a staggering way when she was born in Stables.  He had no clothes to wear that day.  Merry Christmas Childhood could not be afforded to Jesus.   Merry Christmas    The Lord Jesus came to this earth because Adam and his wife Eve, the original human beings of the earth, became a sinner on earth. God the Father allowed Adam and Eve to eat all the fruits of the earth except one fruit.  Merry Christmas Their lives went on like this, but one day Eve's nasty pleasures ate the forbidden fruit, and they got the greedy greed that motivated them. ...

ঘাটালের মনসুকায় চলছে হরেকৃষ্ণ উৎসব ২০১৯

Image
  মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ফুটবল  গ্রাউন্ডে আজ (২রা পৌষ, ইংরেজি ১৯/১২/২০১৯) মনসুকা  " না ম হ ট্ট " দ্বারা আয়োজিত ,   হরে কৃষ্ণ উৎসব ২০১৯ চলছে । আজ এই অনুষ্ঠানে বহু মানুষ  এই নাম সংকীর্তন- এ অংশগ্রহণ করবেন  বলে জানা যাচ্ছে । আজ সকাল থেকে " ই স ক ন" থেকে আগত স্বামী প্রভুদের দ্বারা নগর পরিক্রমা, ভাগবত কথা, ভজন , সন্ধ্যারতি, হরি কথা চলবে সারাদিন ব্যাপী। এই অনুষ্ঠানে সকলে অংশগ্রহণ করতে পারবেন । রাত্রে প্রসাদ বিতরণ অনুষ্ঠান আছে বলে জানা যাচ্ছে।

বুলবুল ঝড়ে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতি পূরন দেবে সরকার

Image
 বুলবুলের ঝড়ের কারণে  যে সমস্ত কৃষকদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতি পূরন দেবার ঘোষণা করল রাজ্য সরকার। যে সমস্ত কৃষকদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ফরম দেবার কাজ বৃহস্পতিবার থেকে নতুবা কোন অঞ্চলে হলে শুক্রবার থেকে দেয়া  শুরু হয়েছে  প্রত্যেককে তাদের 18-19 সালের রেকর্ড,  অবশ্যই ব্যাংক একাউন্টের জেরক্স, আধার কার্ড, ভোটার কার্ড, উনিশ-কুড়ি অঞ্চলের ট্যাক্স, এবং রেকর্ড নিয়ে উপস্থিত হতে হবে ।  যোগাযোগ করুন  পঞ্চায়েত অফিসে। 

জেহাদি সন্দেহে ঘাটাল থেকে চার জন ব্যক্তিকে ধরল পুলিশ

Image
  আজ সকালে চার জন সন্দেহভাজন ব্যক্তিকে ধরল পুলিশ । ওই চারজন ব্যক্তির সবুজ রঙের ওড়না গেরুয়া রঙের জামা এবং লুঙ্গি পড়ে গেরুয়া পাগড়ী পড়ে রাস্তায় নানা রকম ভাবে ভেল্কি দেখিয়ে বা গান করে মানুষের কাছ থেকে টাকা আদায় করছিলেন। স্থানীয় মানুষের সন্দেহ জাগে। ফলে ওই ব্যক্তিদের আধার কার্ড গুলি স্থানীয়রা তাদের কাছ থেকে সংগ্রহ করে এবং ভালো করে পর্যবেক্ষণ করেন তাতে আরো সন্দেহ জাগে যে এই আধার কার্ড গুলি ভারতীয় আধার কার্ডের সাথে সঠিকভাবে মিলছে না। এবং সেগুলি লিংক দেখার জন্য চেষ্টা করেন তাতে আধার কার্ড গুলি সাথে ব্যক্তি গুলির কোন মিল না থাকায় ঘাটাল থানার পুলিশকে খবর দেয়া হয়। এবং ঘাটাল থানার পুলিশ এসে তাদেরকে জেরা করেন এবং তাদের চারজনকে একে একে ভ্যানে তুলে তাদেরকে ঘাটাল থানায় নিয়ে যাওয়া হয়েছে। ফলে ঘাটালে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষের অনুমান যে এই ব্যক্তি গুলি আসলে কোন জিহাদি হবে বা কোন খারাপ কাজের সাথে যুক্ত হতে পারে তাই তারা এরূপ ছদ্মবেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং মানুষকে ভুল বুঝিয়ে টাকা সংগ্রহ করছেন। এদের প্রকৃত বা আসল উদ্দেশ্য কিছু জানা যায়নি। সবকিছুর তথ্য আসল ...

জিহাদি সন্দেহে চারজনকে গ্রেফতার করল ঘাটাল থানার পুলিশ

Image
 আজ সকালে চার জন সন্দেহভাজন ব্যক্তিকে ধরল পুলিশ । ওই চারজন ব্যক্তির সবুজ রঙের ওড়না গেরুয়া রঙের জামা এবং লুঙ্গি পড়ে গেরুয়া পাগড়ী পড়ে রাস্তায় নানা রকম ভাবে ভেল্কি দেখিয়ে বা গান করে মানুষের কাছ থেকে টাকা আদায় করছিলেন। স্থানীয় মানুষের সন্দেহ জাগে। ফলে ওই ব্যক্তিদের  আধার কার্ড গুলি স্থানীয়রা তাদের কাছ থেকে সংগ্রহ করে   এবং ভালো করে পর্যবেক্ষণ করেন তাতে আরো সন্দেহ জাগে যে এই আধার কার্ড গুলি ভারতীয় আধার কার্ডের সাথে সঠিকভাবে মিলছে না।   এবং সেগুলি লিংক দেখার জন্য চেষ্টা করেন তাতে আধার কার্ড গুলি সাথে ব্যক্তি গুলির কোন মিল না থাকায় ঘাটাল থানার পুলিশকে খবর দেয়া হয়।  এবং ঘাটাল থানার পুলিশ এসে তাদেরকে জেরা করেন এবং তাদের চারজনকে একে একে ভ্যানে তুলে তাদেরকে ঘাটাল থানায় নিয়ে যাওয়া হয়েছে।    ফলে ঘাটালে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।  সাধারণ মানুষের অনুমান যে এই ব্যক্তি গুলি আসলে  কোন জিহাদি হবে বা কোন খারাপ কাজের সাথে যুক্ত হতে পারে  তাই তারা এরূপ ছদ্মবেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং মানুষকে ভুল বুঝিয়ে টাকা...