পরিতোষ ঘোড়ই- এর স্মৃতি উদ্দেশ্য দিবা - রাত্রি নক্ আউট ক্রিকেট প্রতিযোগিতা। এক বিরাট ৮ দলীয় ক্রিকেট প্রতিযােগিতা।
তারিখ স্থান সময় তাং - ১৮ইমাঘ ১৪২৬ । আনন্দপুর ( কামারডাঙ্গা ) । সকাল ৯ টা ( ইং - ২রা ফেব্রুয়ারী ) রবিবার
ক্রিকেট ময়দান পরিচালনায় : - আনন্দপুর শিশু সংঘ Reg . - S / 2L / 8521
উদ্বোধক হিসাবে থাকছে -মাননীয় শংকর দোলই মহাশয়, বিধায়ক , ঘাটাল বিধানসভা ।
অংশগ্রহণকারী দল গুলি হল ১) খানাকুল পূজা একাদশ ২) চেন্নাই শান্তি এক্সপ্রেস ৩) খাসবাড় নেতাজী ক্লাব ৪) গােবিন্দপুর প্যারাডাইস ক্লাব ৫) ডিমার্স ( D - MARS ) কলকাতা ৬) পাৰ্বতিচক্ আজাদহিন্দ ক্লাব ৭) নবার্কও ক্লাব ( আরামবাগ ) ৮) স্প্রিং স্পাইডার ( কৃষ্ণনগর , নদীয়া )
বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ড্রোন ক্যামেরা , চেয়ার লিডার্স , বিভিন্ন রকমের আতস বাজী , রবী শাস্ত্রী আশীর্বাদ ধন্য ধারাভাস্যকার , সি . এ . বি . অন্তর্ভুক্ত অ্যাম্পায়ার , লেডিস গ্যালারী , ডি . আই . পি . গ্যালারী । উক্ত ক্রীড়া অনুষ্ঠান টিতে বিভিন্ন প্রসাশনের অধিকর্তাগণ ও বিশিষ্ট শিক্ষাবিদগণ ও বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গ উপস্থিত হইয়া ক্রীড়ানুষ্ঠানটিকে সার্বিকভাবে অলংকৃতও সার্থক করিয়া তুলিবেন । অতএব আপনাদের উপস্থিতিতে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য যাহাতে সুন্দর ও সার্থক হইয়া ওঠে তাহার জন্য ক্লাবের পক্ষ থেকে আহ্বান জানিয়েছেন ।
Tags
Sports