ভাইরাল খবর শুরু হলো ভলেন্টিয়ার শিক্ষক নিয়োগ

নেটের দুনিয়ায় সাড়া ফেলেছে পূর্ব মেদিনীপুরে ভলেন্টিয়ার্স শিক্ষক নিয়োগের ব্যাপারে।  প্রথম শুরু হয়ে গেল পূর্ব মেদিনীপুরের ভলেন্টিয়ার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া।
এই নিয়োগ-প্রক্রিয়া অনলাইনের মধ্যে দিয়েই ফরম ফিলাপ করতে হচ্ছে অনলাইন ছাড়া কোন ফর্ম গ্রাহ্য হবে না। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে NCLP  দ্বারা পরিচালি স্কুলগুলিতে এই নিয়োগ প্রক্রিয়া চলছে ।  বলা হয়েছে 21 থেকে 40 বছর বয়সে ব্যক্তিরা এই আবেদন করতে পারবেন তবে এসসি এসটি ওবিসি অনগ্রসর জাতি দের জন্য নির্দিষ্ট নিয়ম অনুসারে বয়সের ছাড় দেয়া হয়েছে। প্রথমে লিখিত এবং ভাইভা ও কম্পিউটার টেস্টের মাধ্যমে শিক্ষকদের নিয়োগ করা হবে এমনই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রাজুয়েশনে 50% নম্বর থাকতে হবে তবে এসটি এসসি ওবিসি দের জন্য 5% নাম্বার কম করা হয়েছে।
বেতনক্রম উল্লেখ করা হয়েছে 7000 টাকা প্রতি মাসে। এবং ক্লার্কশিপ এর জন্য গ্রাজুয়েশনে 45% এবং কম্পিউটারে এক বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে ফ্লাগশিপ এর জন্য মাসে 5000 টাকা বেতন পাবেন। এই বিজ্ঞপ্তি দেখে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ছেন। ভাবছেন যে শেষমেষ ভলেন্টিয়ার টিচার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেল। এই নিয়ে নেট পাড়ায় ভীষণ শোরগোল শুরু হয়ে গেল।

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar