নেটদুনিয়ায় ব্যাপক ট্রোলের শিকার মদন মিত্রের নতুন গান

শ্যামল রং, "মনসুকা খবর" মনসুকা: মদন মিত্র মানেই কালারফুল বয় তিনি বারবার সমালোচিত হয়ে এসেছেন এই বাংলায়। নেটদুনিয়ায় বারবার সমালোচিত হয়েছেন বারবার মিমের ও টোলের শিকার হয়েছেন। তাতে তার কোনো রাগ বা ক্ষোভ প্রকাশ তেমনভাবে ধরা পড়েনি। বারবার হাসিমুখেই নানা রকমভাবে জবাব দিয়ে গেছেন।


গতকাল প্রকাশ পেয়েছে তার নতুন মিউজিক ভিডিও। এর আগেও গঙ্গা নদীর উপর ও লাভলি ভিডিও বের করেছিলেন। দারুণ জনপ্রিয় হয়েছিল সেই ভিডিও।

দুর্গাপুজোর আগমনের প্রাক্কালেই দুর্গাদেবী আবির্ভাব এবং মমতা ব্যানার্জিকে নিয়ে একটি মিউজিক ভিডিও তৈরি করলেন মদন মিত্র। মদন মিত্র কন্ঠে এই গান গাওয়া হয়েছে। গানটির নাম India Wanna've Her Betiyaa ।


এই মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে দুর্গা রূপে টলিউড অভিনেত্রী পায়েল সরকার এবং টেলিভিশন তারকা মানসী সেনগুপ্তকেও (Manoshi Sengupta) দেখা গিয়েছে। ফলে এই টেলিভিশন তারকা নেটদুনিয়ায় নানা রকমভাবে টোলের শিকার হচ্ছেন। ফলে মানসী সেনগুপ্ত দারুণভাবে চোটে গিয়েছেন।

তিনি বলেন এই কাজটি করার জন্য আমি প্রচুর পারিশ্রমিক পেয়েছি যার কারণে আমার অন্যান্য কাজের ফাঁকে সময় বের করে এই কাজটি করেছি। আমার সাথে কোনো রাজনৈতিক বিষয়ক যোগাযোগ নেই।


তবে মদন মিত্র এই নানান রকম টোল এবং মিম এর জবাব দিতে গতকাল একটি ফেসবুক লাইভ করেছেন সেই ফেসবুক লাইফে তিনি বলেছেন যারা মিম করছেন বা ট্রোল করছেন তারা পাগল ছাগল তাদেরকে কেন আমি এই বিষয়ে জবাব দেব? তিনি বলেন কলকাতা আগে হাইপ্রোফাইল ব্যক্তিদের ছিল এখন সেটা চ্যাকড়া ছেলে মেয়েদের হয়ে গিয়েছি। এবং আরো বলেন যে এই গানটি এবার পুজোয় হাই র্যাঙ্কে উঠবে।

Comments

Popular posts from this blog

ঘাটালের বন্যা: প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক ঘূর্ণাবর্ত এবং একটি অসমাপ্ত মহাপরিকল্পনার বিশদ বিশ্লেষণ

পুরীর আদলে দীঘার জগন্নাথ মন্দির: আজ মহাসমারোহে উদ্বোধন

জেনে নিন কবে খুলবে স্কুল!