হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আনন্দপুরের রঞ্জিত বেরা
শ্যামল রং, "মনসুকা খবর" মনসুকা: আজ (২৪/০৯/২০২১) দুপুরে এক বিশাল মর্মান্তিক ঘটনা ঘটে গেল। খুবই দুঃখজনক বেদনাদায়ক ঘটনা। আজ দুপুর দুটো নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আনন্দপুর বুথের তৃণমূল কংগ্রেসের সভাপতি নাম শ্রীযুক্ত রঞ্জিত বেরা মহাশয়।
আজ দুপুরে ময়াল নদীবাঁধ এলাকায় বাতি কাঠ পোতা হচ্ছিল। এই কাজে নিযুক্ত ছিলেন আনন্দপুর নিবাসী শ্রীযুক্ত রঞ্জিত বেরা মহাশয়। দুপুরে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। কাজ করার সময় তিনি কিছুটা অস্বস্তি বোধ করায় বিশ্রাম নিতে আসেন এবং কিছুটা জল পান করেন এবং একটি বাঁশের মাচায় বিশ্রাম নেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হন এবং সেই স্থানে তৎক্ষণাৎ মারা যান বলে জানা যাচ্ছে।
এ ঘটনায় ব্যাপক ভাবে আনন্দপুর এলাকায় এবং ওনার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তিনি বহু দিন ধরে মনসুকা ১ গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ছিলেন। এবং বহুদিন ধরে আনন্দপুর রথের সভাপতি পদে নিযুক্ত ছিলেন। এই কারণে মনসুকা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনার পরিবারকে শোক জ্ঞাপন করা হয়েছে।
আরও জানা যাচ্ছে যে একজন প্রকৃত সৎ , কর্মঠ , দক্ষ ও মানবদরদী মানুষকে হারিয়ে মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভীষণভাবে মর্মাহত হয়ে পড়েছেন।
এই দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই মহাশয় আসেন এবং পরিবারের সঙ্গে কথা বলেন এবং উনার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমবেদনা এবং তার দেহের উপর তৃণমূলের পতাকা আবৃত করে যথাযথ মর্যাদায় সম্মান জানানো হয়েছে।
তাঁর কর্মঠ ও মানব দরদী কাজ কর্মের মধ্য দিয়ে তিনি চিরদিন আনন্দপুর এলাকার মানুষের মনে এবং মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কর্মীদের মধ্যে জায়গা করে নিয়েছেন তা চির স্মরণীয় হয়ে থাকবে।
Comments
Post a Comment