মনসুকায় গনেশ পুজো

এই উৎসব সিদ্ধিদাতা গণেশের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়।  হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ভাদ্র মাসের চতুর্থ দিনে গণেশের পূজা করা হয়।  সারা ভারতে গণেশের পূজা হলেও মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা, পশ্চিমবঙ্গ, গুজরাট এবং ছত্তিশগড়ে এই উৎসব পালিত হয়।

মনসুকা এই গনেশ চতুর্থীতে কিছু কিছু জায়গায় এই পুজো শুরু হয়েছে। গতকাল মনসুকা অরুণোদয় সংঘের সম্মুখে বেশ ঘটা করেই গনেশ পুজো করল স্থানীয় যুবকরা। 


Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar