আদালত অবমাননার জন্য গ্রেপ্তার হলেন খড়কপুরের অরবিন্দ বাগ
শ্যামল রং, "মনসুকা খবর" মনসুকা: মনসুকা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ উত্তর খড়গপুর এলাকার বাসিন্দা অরবিন্দ বাগ মহাশয় অ্যারেস্ট হয়ে গেলেন। এই ঘটনাটি ঘটেছে আজ সকাল দশটা নাগাদ। তাঁকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ঘাটাল থানার পুলিশ এসে তাঁকে আজ সকাল দশটা নাগাদ বাড়ি থেকে ধরে নিয়ে যান।
সূত্রের খবর দু'বছর আগে পাশের বাড়ির প্রতিবেশীর সাথে এক মামলায় জড়িয়ে পড়েন। মামলাটি দুই বছর ধরে চলছে। এই দুই বছরে বেশ কয়েকবার আদালতে কেশটি উঠলেও তিনি হাজিরা দেন নি। থানা থেকে বারবার তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়া হলেও তিনি এ বিষয়ে কোনো কর্ণপাত করেননি।
এমনভাবে আইন কে বারবার না মানার কারণে বাধ্য হয়ে আদালত থেকে তাকে এরেস্ট করার নির্দেশ দেন। সেই নির্দেশ পেয়ে ঘাটাল থানার পুলিশ তাকে আজ সকালে বাড়ি থেকে এরেস্ট করে নিয়ে গেছেন বলে জানা যাচ্ছে।
Comments
Post a Comment