মনসুকার দীর্ঘগ্রামে পিএইচইডি ভ্রাম্যমান জলের গাড়ি

শ্যামল রং, "মনসুকা খবর" মনসুকা: বন্যার পর ব্যাপক রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে ঠিক একইভাবে পিএইচইডি দ্বারা জল সরবরাহের পাইপ কোথাও কোথাও নষ্ট হয়েছে। ফলে সর্বত্র জল সরবরাহ করা যাচ্ছে না। পিএইচইডি এর তরফ থেকে এই অসুবিধা দূরীকরণ করার জন্য ভ্রাম্যমাণ জলের গাড়ি ব্যবস্থা করেছেন। 


দীর্ঘগ্রাম চড়কতলা মেঠালা এমনকি পৌরসভা এলাকাতেও পৌঁছে যাচ্ছে এই জলের গাড়ি। এই জলের গাড়ি থেকে সহজেই জল পাচ্ছেন সাধারণ মানুষ। বহু মানুষ উপকৃত হচ্ছেন এই জলের গাড়ি থেকে।

বন্যার পর থেকেই এই পরিষেবা চালু হয়েছে। এই পরিষেবার সুবিধা পেয়ে অমিত রায় মহাশয় জানান নিঃসন্দেহে পিএইচইডি এর একটি দারুন উদ্যোগ। দিলীপ মিশ্র মহাশয় জানান বন্যা ও বন্যা পরবর্তী সময়ে অন্যভাবে জল দেওয়া হয়। তবে এই প্রথম বন্যার পর এই ভাবে জল দেয়া হচ্ছে। এই পরিষেবার জন্য সাধারণ মানুষ সহজেই জল পাচ্ছেন। এই পরিসেবা দুর্গাপুজো পর্যন্ত যদি চলে তাহলে সাধারণ মানুষ খুবই উপকৃত হবেন বলে তিনি জানান।


 মনসুকার  পিএইচইডি এর ১নং অপারেটর রাজু আদক এর তত্ত্বাবধানে এই কাজ শুরু চলছে। এই জলের গাড়ি চালক গনেশ দোলুই জানান রাস্তা খারাপের জন্য আমি এই জলের ভাণ্ডার সর্বত্র নিয়ে যেতে পারছি না।


যেখানে যেখানে আমার জলের গাড়ি নিয়ে যেতে পারছি সেখানে জল সরবরাহ করছি। পিএইচইডি এর এই উদ্যোগকে নিঃসন্দেহে সাধুবাদ জানাতেই হয়।


Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের সাংবাদিক। খবর, ভিডিও, তথ্য, গল্প পাঠাতে যোগাযোগ করুন। ফোন/হোয়াটসঅ্যাপ ৯৭৭৫৭৩২৫২৫.

নবীনতর পূর্বতন

বিজ্ঞাপন

Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar
Mansuka khabar