ঘাটাল সমষ্টি উন্নয়ন সংস্থা আলোকে মনসুকা এক গ্রাম পঞ্চায়েত থেকে ২২/০১/২০২০ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তিটি মনসুকা বিভিন্ন স্থানে মাইক প্রচার করা হয়েছে এবং মনসুকা এক গ্রাম পঞ্চায়েতের ফেসবুক পেজেও এই বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে।
বিজ্ঞপ্তিটি হল ,-
এতদ্বারা সমস্ত ব্যক্তিবর্গকে অবহিত করানাে হইতেছে যে , মনসুকা - ১ গ্রাম পঞ্চায়েত এলাকার যেকোন রাস্তার উপর বা রাস্তা সংলগ্ন স্থানে কোনরূপ ব্যক্তিগত বা বেসরকারী মালপত্র মজুত রাখা বা গৃহপালিত পশু বাঁধিয়া রাখা যাইবে না । তৎসহ ছাত্র - ছাত্রীদের আসন্ন মাধ্যমিক ও উচ্চ - মাধ্যমিক পরীক্ষার কথা ভাবিয়া এলাকায় কোনরূপ ডিজে বক্স বা মাইক বাজানাে নিষিদ্ধ । এই নির্দেশিকার কোনরূপ অসম্মান বা অবমাননা হইলে , সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে জরিমানা সহ যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হইবে ।
ভবদীয় ,
প্রধান ,
মনসুকা - ১ গ্রাম পঞ্চায়েত
‘ আসুন মােরা শপথ করি , প্লাস্টিক মুক্ত সমাজ গড়ি ”
ভবদীয় ,
প্রধান ,
মনসুকা - ১ গ্রাম পঞ্চায়েত
‘ আসুন মােরা শপথ করি , প্লাস্টিক মুক্ত সমাজ গড়ি ”
এই বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য এক নম্বর গ্রাম পঞ্চায়েত কে অসংখ্য ধন্যবাদ জানাই। মনসুকা খবর এর পক্ষ থেকে আমরা বারবার এরকম ধরনের পোস্ট দিয়েছিলাম। তবে এই ধরনের সচেতন মূলক পোস্ট খুব একটা সাড়া ফেলতে পারেনি। তবে এই কাজটি সরকারিভাবে উদ্যোগ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই মনসুকাএক গ্রাম পঞ্চায়েত কে। তবে কিছু মানুষ প্রশ্ন তুলছেন যে সরকারি কাজকর্ম করার জন্য রাস্তার উপর বহুদিন ধরে বালি ও চিপস রাখা হয়ে থাকে। রাস্তার সরকারি কাজে বালি বা চিপস রাখলেও দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা তো তাতেও থাকছে। তাই কিছু মানুষ বলছেন যে সরকারি কাজে ব্যবহৃত বালি ও চিপস বহুদিন ধরে রাস্তায় না রাখা যায় সেদিকেও নজর দিতে হবে সরকারকে। যাতায়াতের অসুবিধা বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে রাস্তার উপর বালি চিপস থাকার কারণে সেটি সরকারি বা বেসরকারি যাই হোক। তাই সকলকেই রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উচিত বলে মনে করছেন কিছু সাধারণ মানুষ।
Tags
Ghatal