অনুব্রত মণ্ডল এর ভাইরাল ভিডিও নিয়ে এবার প্রশ্ন তুলল মানবাধিকার কমিশন। কিছুদিন আগে অনুব্রত মণ্ডলের একটি মিম বা টিকটক ভিডিও ভাইরাল হয় তারপরে গ্রেফতার করা হয় দুইজনকে যারা এই ভিডিওটি বানিয়েছে। এরপরই বিতর্কে জড়িয়ে পড়েন অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে এরপর প্রশ্ন তোলা হয় ছেলে দুটি কে কেন গ্রেফতার করা হয়েছে। অনুব্রত মণ্ডল এবং তার মেয়েকে নিয়ে টিকটক ভিডিও করার জন্য দুই জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে একজন ইঞ্জিনিয়ার। গ্রেপ্তারের পর এক সপ্তাহ কাটতে না কাটতেই নড়েচড়ে বসেছে মানবাধিকার কমিশন একটি দল বোলপুর থানায় গিয়ে জানতে চান যারা ভিডিও বানিয়ে ছিল তাদেরকে কেন গ্রেফতার করা হয়েছে? যে দু'টি ধারায় তাদের বিরুদ্ধে কেস দেয়া হয়েছে সে দুটি কেস অনধিকার এইভাবে কেস দেওয়া যায় না। জাতীয় মানবাধিকার সংরক্ষণ কমিশনের সদস্য সঙ্গীতা চক্রবর্তীর অভিযোগ যে ছেলে দুটির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন এবং জেল হেফাজতে দিয়েছেন তার চেয়ে বেশি আনপার্লামেন্টারি কথাবার্তা বলেছেন অনুব্রত মণ্ডল যেগুলি দেখেও না দেখার ভান করছেন প্রশাসক এই নিয়ে বিতর্ক চরমে।
যারা এই ভিডিওটি বানিয়ে ছিলেন তারা হলেন অরূপ সরকার ও সুকান্ত বর্মন। সুকান্ত বর্মন একজন ইঞ্জিনিয়ার যিনি পড়াশোনায় খুবই ভালো ছিলেন চাকরি পায়নি সঙ্গীতা দেবী প্রশ্ন করেছেন যে সত্যিই কি এরা ক্রিমিনাল? এদেরকে ৯ দিনের জন্য জেল হেফাজতে দেয়া হয়েছে । যেহেতু সারা ভারত বর্ষ থেকে 66A তুলে নেয়া হয়েছে নেওয়া হয়েছে। সেহেতু ডোনাল্ড ট্রাম্পের ও হাসির ভিডিও দেখা যায়। তাই তিনি কিভাবে একটি হাসির ভিডিও কে নিয়ে 9 টি ধারা লাগিয়ে দিলেন প্রশ্ন তুলেছেন সঙ্গীতা চক্রবর্তী।
Tags
Political