করোনা ভাইরাসের আতঙ্ক এবার উত্তর 24 পরগনার নৈহাটি শহরে চীন থেকে ফিরে আসা নৈহাটির মানবেন্দ্র চৌধুরীকে পর্যবেক্ষণে রাখতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশ পাঠানো হলো কলকাতা বেলেঘাটা আইডি হাসপাতালে 23 শে জানুয়ারি সিরামিক ইঞ্জিনিয়ার মানবেন্দ্র চৌধুরী থেকে কেরালা চেন্নাই বিমানবন্দর কলকাতা পৌঁছান তিনি ছিলেন বলে জানা গিয়েছে তার স্ত্রী চৌধুরী জানান এদের জন্য অন্য আরও 4 জন গিয়েছিলেন চেন্নাই বিমানবন্দর স্বাস্থ্য পরীক্ষা করা হয় রক্তের রিপোর্ট পাওয়া যায়নি তবে সরকার পর্যবেক্ষণে রাখবেন ।সেজন্য আজ সকালে ওনাকে নৈহাটি পৌরসভার স্বাস্থ্যকর্মীরা কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান মানবেন্দ্র চৌধুরীর বাড়ি নৈহাটি পৌরসভা আট নম্বর ওয়ার্ডের 21 অটলবিহারী সরকার রোড এলাকায় এলাকায় গিয়ে দেখা গেল তার বাড়ির দরজা-জানালা বন্ধ চারপাশে এলাকার অনেকে ডাকাডাকি চৌধুরী তিনি জানান এবং পুরোপুরি সুস্থ আছেন এরশাদ সাংবাদিকদের জানিয়েছিলেন কেরালা চেন্নাই বিমানবন্দর হয়ে তিনি রাজ্যে ফেরেন চেন্নাই বিমানবন্দর রক্ত পরীক্ষার রিপোর্ট আছে তবে জেনে গিয়েছেন তাদের মধ্যে কেরালার বাসিন্দা স্বাস্থ্য দপ্তর থেকে আমাদের পুরো চৌধুরী সম্পর্কে খোঁজ নেওয়া হয় আমাদের বলা হয়েছে ওনার রক্তের রিপোর্ট থাকলে ওনাকে পর্যবেক্ষণে রাখতে হবে এইসব ক্ষেত্রে 28 দিন পর্যন্ত রাখা হয় তাই আজ সর্তকতা অবলম্বন করে উনাকে বেলেঘাটা আইডি হসপিটাল এ ভর্তি করা হয়েছে সেখানে আগামী দিন তাকে ডাক্তারদের তত্ত্বাবধানে রাখা হবে তবে আমরা পুরসভার পক্ষ থেকে এ বিষয়ে সাধারণ মানুষকে বলছি অযথা কেউ গুজব ছড়িয়ে এলাকাবাসীকে আতঙ্কিত করবেন না কোন ভাইরাস আক্রান্ত নয় পুরসভার নির্দিষ্ট একটি হেল্পলাইন নাম্বারে ফোন করে এ বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা স্বাস্থ্য সম্পর্কে নৈহাটি যে কোন তথ্য দিতে প্রস্তুত তবে কেউ গুজব ছড়াবেন না জানা গেছে মানবেন্দ্র সম্পর্কিত যাবতীয় খরচ সরকার বহন করছে।কলকাতায় ফের নোভেল করোনা ভাইরাস আতঙ্ক।
সংক্রমণের আশঙ্কায় বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি গাঙ্গুলিবাগানের বাসিন্দা। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গতমাসে কর্মসূত্রে চিনে গিয়েছিলেন ওই যুবক। শেষ খবর পাওয়া পর্যন্ত বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা 4জনের মধ্যে কারোর এই ভাইরাস দ্বারা আক্রান্তের নমুনা পাওয়া যায়নি।
করােনা ভাইরাস থেকে বাঁচতে যা করবেন ।
১)ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন । ২)গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন । ৩)প্রচুর ফলের রস এবং পর্যাপ্ত পানি পান করুন ।
৪)ঘরে ফিরে হ্যান্ডওয়াশ দিয়ে ভালাে করে হাত ধুয়ে নিন ।
৫)কিছু খাওয়া কিংবা রান্না করার আগে ভালাে করে ধুয়ে নিন ।
৬)ডিম কিংবা মাংস রান্নার সময় ভালাে করে সেদ্ধ করুন ।
৭)ময়লা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন ।
৮)নিয়মিত থাকার ঘর এবং কাজের জায়গা পরিষ্কার করুন ।
৯)সুরক্ষিত থাকতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন ।
১০)অপ্রয়ােজনে ঘরের দরজা , জানালা খুলে রাখবেন না ।
Tags
Health