দীঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল খানাকুলের কিশোরপুর ১ অঞ্চলের চারজনের ।
তাঁরা হলেন দীপঙ্কর বর (তৃণমূলের কার্যকরী অঞ্চল সভাপতি), প্রসেনজিৎ দিগের, রাজকুমার পন্ডিত দিলীপ সামন্ত। গুরুতর জখম অবস্থায় পিজিতে ভর্তি পঞ্চায়েত সদস্য স্বপন মাঝি, সুপারভাইজার আশিষ সাঙ্কি। আজ ভোর তিনটার সময় তমলুকের কাছে ঘটনা ঘটে। একটি অলটো গাড়ি করে ফিরছিলেন তারা। সাইড কাটাতে গিয়ে বালির লরি পেছনে ধাক্কা মারে । লরি পেছনে আটকে যায় গাড়িটি।
গাড়ি টিকে টানতে টানতে অনেকদূর নিয়ে চলে যায় লরিটি। ঘটনাস্থলেই তিনজন মারা গিয়েছেন। একজন হাসপাতালে মারা গেছেন। দীপঙ্কর বরের নিজের গাড়ি ছিল। তিনি নিজে গাড়িটি
চালাচ্ছিলেন। দীপঙ্করের ভাই সন্দীপ বর হলেন ওই অঞ্চলের প্রধান। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। শোকস্তব্ধ গোটা এলাকা।
তাঁরা হলেন দীপঙ্কর বর (তৃণমূলের কার্যকরী অঞ্চল সভাপতি), প্রসেনজিৎ দিগের, রাজকুমার পন্ডিত দিলীপ সামন্ত। গুরুতর জখম অবস্থায় পিজিতে ভর্তি পঞ্চায়েত সদস্য স্বপন মাঝি, সুপারভাইজার আশিষ সাঙ্কি। আজ ভোর তিনটার সময় তমলুকের কাছে ঘটনা ঘটে। একটি অলটো গাড়ি করে ফিরছিলেন তারা। সাইড কাটাতে গিয়ে বালির লরি পেছনে ধাক্কা মারে । লরি পেছনে আটকে যায় গাড়িটি।
চালাচ্ছিলেন। দীপঙ্করের ভাই সন্দীপ বর হলেন ওই অঞ্চলের প্রধান। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। শোকস্তব্ধ গোটা এলাকা।
(সূত্র আরামবাগ টিভি।)
Tags
West Bengal