মনসুকা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী পালনের অনুষ্ঠান সূচী

মনসুকা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা আশ্রমে ১২ ই জানুয়ারি ২০২০ স্বামী বিবেকানন্দের ১৫৭ তম  জন্মজয়ন্তী পালন করা হবে ।
এই অনুষ্ঠানটি আয়োজন এবং পরিচালনা করবেন রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা আশ্রম এর সদস্যবৃন্দ। মনসুকা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা আশ্রম থেকে আমাদের জানানো হয়েছে যে এই মহতী অনুষ্ঠানে সকলকে প্রভাতফেরী, বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্য দান ,কবিতা আবৃত্তি , স্বামীজীর নিয়ে বক্তৃতা, ১১টায় কুইজ, দুপুরে বালক ভোজন, রাতে স্বামীজীর নিয়ে  সিনেমা প্রদর্শন হবে।

১১টার সময় স্বামীজী সম্পর্কিত কুইজ অর্থাৎ " কুইজ অন স্বামীজি " নিয়ে উপস্থিত হবেন  মনসুকা    রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের সদস্যরা। 

সর্বসাধারণ এর জন্য এই অডিওভিসুয়াল কুইজ যেখানে থাকবে আর্থিক পুরস্কার ও সুদৃশ্য ট্রফি।  বিবেকানন্দ অনুরাগী সকল সুধীজন এই অনুষ্ঠানে উপস্থিত থাকিয়া অনুষ্ঠানটি কে সাফল্যমন্ডিত করে তোলার আহ্বান জানিয়েছেন মনসুকা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান সদস্যরা।

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar