বাংলা দূরদর্শনের একটি অনুষ্ঠান "ক্যামেরা চলছে "। বাংলা দূরদর্শনে অনুষ্ঠানটি সম্প্রসারিত হয় আমরা অনেকেই কমবেশি জানি। এই অনুষ্ঠানটি সম্প্রসারিত হয়ে থাকে সােম থেকে শুক্র রাত্রি ১০ : ৩০ মিনিটে পুনঃপ্রচার পরের দিন বিকাল ৫ : ১০ মিনিটে ।
বাংলা দূরদর্শন যদি মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী উৎসবের প্রথম পর্যায়ের অনুষ্ঠানটি ৩ জানুয়ারি থেকে ৫ ই জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হলো তা সংক্ষিপ্তসারে বাংলা দূরদর্শনের পর্দায় দেখানো হয় তাহলে কেমন হয়?
একটি বিশেষ সূত্রে জানা যাচ্ছে যে এই তিন দিনের সমগ্র অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করে বাংলা দূরদর্শন এর ক্যামেরা চলছে এই অনুষ্ঠানে সম্প্রসারিত করা হবে। এই উদ্দেশ্য নিয়ে বাংলা দূরদর্শন ক্যামেরা চলছে বিভাগে প্লাটিনাম জয়ন্তী উৎসবের তিনদিনের সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ পাঠানো হয়েছে। দূরদর্শনের ক্যামেরা চলছে বিভাগ থেকে বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উৎসব এর ভিডিও ক্লিপটি দূরদর্শন বিভাগ থেকে নির্বাচিত হলেই দূরদর্শন দেখানো হবে এমন তথ্য জানা যাচ্ছে।
তবে দূরদর্শন ক্যামেরা চলছে অনুষ্ঠানে এই প্লাটিনাম জয়ন্তী উৎসব এর ভিডিও ক্লিপ কবে প্রচারিত হবে সঠিক তথ্য আমাদের কাছে নেই।
(তবে সােম থেকে শুক্র রাত্রি ১০ : ৩০ মিনিটে পুনঃপ্রচার পরের দিন বিকাল ৫ : ১০ মিনিটে এই সময়ে বাংলা দূরদর্শনের চোখ রাখতে পারেন। )
Tags
West Bengal