পরিতোষ ঘোড়ুই স্মৃতি উদ্দেশ্যে A.S.S. CUP 2020 ক্রিকেট প্রতিযোগীতার দিন নির্ধারিত হল

আনন্দপুর শিশু সংঘের পরিচালনায় বিগত কয়েক বছর ধরে পরিতোষ ঘোড়ুই স্মৃতির উদ্দেশ্যে A.S.S. CUP  আট দলীয় নকআউট ক্রিকেট প্রতিযোগীতা টি অনুষ্ঠিত হয়ে আসছিল তবে এবছর বিশেষ কয়েকটি কারণের জন্য এই খেলার দিনটি পিছিয়ে গিয়েছিল ।
প্রসঙ্গত উল্লেখ্য যে আগেই আমরা এ বিষয়ে একটি পোস্ট দিয়েছি, তাতে উল্লেখ করা ছিল যে মাঠের কিছু সমস্যার কারণে খেলাটি পিছিয়ে গিয়েছে তবে আনন্দপুর শিশু সংঘের পরিচালনায় এই বছর ২০২০ সালে  পরিতোষ ঘোড়ুই স্মৃতির উদ্দেশ্যে A.S.S. CUP  আট দলীয় নকআউট ক্রিকেট প্রতিযোগীতা টি অনুষ্ঠিত হওয়ার তারিখ ধার্য করেছেন আনন্দপুর শিশু সংঘ তা হল ১৮ মাঘ (১৪২৬)রবিবার ( ইং-  ২রা ফেব্রুয়ারি ২০২০ রবিবার)।


  বিগত কয়েক বছরের মতো এই ক্রিকেট টুর্নামেন্ট টি নব-নির্ধারিত এই দিনে অনুষ্ঠিত হবে প্রিয় ক্রিকেটপ্রেমী দর্শক দের প্রতি আহ্বান জানানো যাইতেছে ঐদিন উপস্থিত থাকিয়া ক্রিকেট টুর্নামেন্টটিকে  সর্বাঙ্গীন সুন্দর করে তুলবেন। 

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar